বাংলাহান্ট ডেস্ক : বাংলা ক্যালেন্ডার বলছে পৌষ মাস চলছে। এ মাসে সাধারণত বাঙালি হিন্দুদের বিয়ে হয় না। কিন্তু বছরের শুরুতেই দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। বিয়ের কনের লুকে ধরা দিলেন ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) অভিনেত্রী। লাল বেনারসী, চেলি চন্দনে তাঁর রূপ দেখে শোরগোল পড়ল নেট মাধ্যমে। কার সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী?
কনের সাজে ভাইরাল জগদ্ধাত্রী (Jagadhatri) অভিনেত্রীর ছবি
লাল টুকটুকে বেনারসী, লাল ব্লাউজ, সর্বাঙ্গে সোনার গয়নায় ধরা দিলেন ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) সিরিয়ালের সানভি ওরফে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। কপালে চন্দনের কলকা, সিঁদুরে রাঙানো সিঁথি থেকে কিছুটা সিঁদুর পড়েছে তাঁর নাকেও। ভিডিও শেয়ার করে প্রেরণা লিখেছেন, ‘নতুন বছরে কপাল ভরে গেল সিঁদুরে। গায়ে উঠল লাল বেনারসী। এ কোন রূপ আমার’!
সত্যিই বিয়ে সেরে নিলেন: কনে রূপে প্রেরণাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে, অভিনেত্রী কি সত্যিই বিয়ে সেরে নিলেন নাকি? আজ্ঞে না। আসলে এটি একটি ফটোশুটের ভিডিও। ব্রাইডাল ফটোশুটের জন্যই এমন কনের সাজ সানভির। তাঁর মেকআপ আর্টিস্ট রৌনক সরকার কমেন্টে লিখেছেন, ‘দিনটা খুব মজা করে কাটিয়েছি। তোমার সাথে মনে হল অনেক দিনের আত্মীয়তা। খুব কাছের করে নাও তুমি মানুষকে। খুব খুব ভালো থাকো আর এমনিই থাকো প্রেরণা দি’।
আরো পড়ুন: ক্রমশ শোচনীয় হচ্ছে পরিস্থিতি! হুড়মুড়িয়ে পড়ল বাংলাদেশের টাকার দাম, ভারতের সাথে বাড়ল ব্যবধান
কী লিখলেন নেটিজেনরা: নেটিজেনরাও প্রেরণার (Jagadhatri) প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, ‘মিষ্টি লাগছে’। আরেকজন লিখেছেন, ‘ভীষন সুন্দর সাজানো হয়েছে। আর দিদিভাই তোমাকে অপূর্ব লাগছে’। একজন আবার মজা করে লিখেছেন, ‘নেমন্তন্ন পেলাম না’।
আরো পড়ুন: সীমা ছাড়াচ্ছে বাংলাদেশ! গোরু পাচারে বাধা দেওয়ায় লাঠি-কুড়ুল নিয়ে BSF-এর ওপরে চলল হামলা
প্রসঙ্গত, ছোটপর্দার অতি জনপ্রিয় মুখ প্রেরণা ভট্টাচার্য। বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে। ধূসর সানভি চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভ্লগও করেন প্রেরণা।
View this post on Instagram