আজ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক রাজ্যপালের, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে নালিশ না অন্য কিছু! কারণ নিয়ে ধোঁয়াশা

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির বিধায়কদের প্রতিনিধি মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করার পর আচমকাই মঙ্গলবার দিল্লী সফরে যান রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। ওনার এই দিল্লী সফর নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা ছড়িয়েছে।

বরাবরই বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়া রাজ্যপাল দিল্লী যাওয়ার আগেও রাজ্য সরকারকে তোপ দেগে গিয়েছেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের সময় করা সাংবাদিক বৈঠক থেকেও তিনি আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে দুষেছেন। সোমবার রাজ্যপাল এও বলেছিলেন যে, ‘বাংলায় গণতন্ত্র নিঃশ্বাস নিতে পারছে না।”

এরপর তিনি মঙ্গলবার দিল্লী সফরে যাওয়ার পর একেরপর এক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গেও তিনি বৈঠক করেন। একদিকে রাজ্যপালের দিল্লী সফর এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আর মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে যখন জল্পনা ছড়িয়েছে, তখন আরেকদিকে সেই জল্পনার আগুন উস্কে দিয়ে রাজ্যপাল আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করতে চলেছেন। বৃহস্পতিবার সকালে তিনি একটি টুইট করে এই কথা জানিয়েছেন।

https://twitter.com/jdhankhar1/status/1405353314045153281

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হওয়ার রাজ্যপাল জগদীপ ধনখড়ের এই বৈঠকগুলিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আরেকদিকে এও শোনা যাচ্ছে যে বাংলায় রাজ্যপাল পরিবর্তন করতে পারে কেন্দ্র। নতুন রাজ্যপাল হিসেবে নাম উঠে আসছে আরিফ মহম্মদের। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকারের সঙ্গে বারবার রাজ্যপাল নিয়ে সংঘাত হওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। তবে এই প্রক্রিয়া কবে ফলপ্রসূ হবে, সেটা বলা মুশকিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর