‘সরকারের বিরোধিতা করলেই হাতকড়া পড়বে’ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের দায়িত্বে আসার পর থেকে কখনোই রাজ্য সরকারের সঙ্গে মতের মিল হয়নি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বারংবার প্রশাসন আর শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। Untitled design 2311

আজ মুর্শিদাবাদ সফরের মাঝে সাংবাদিক বৈঠকেও তার গলায় একইরকম সুর পাওয়া গেল। ফের মমতা সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি। আজ নির্দিষ্ট সময় অনুযায়ী মুর্শিদাবাদ সফর সেরে কিরীটেশ্বরী মন্দির পুজো দেন রাজ্যপাল। সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রীও। সেই ছবি নিজের টুইটারে শেয়ার করেন রাজ্যপাল।

2 63

এরপর সাংবাদিক বৈঠকে প্রশাসনকে আরও একবার পক্ষপাতদূষ্ট বলে আক্রমণ করে জাগদীপ ধনকড়। তিনি বলেন, ‘রাজ্য প্রশাসনের রাজনৈতিক পক্ষপাত লক্ষ্য করা যাচ্ছে। এটি অত্যন্ত মারাত্মক প্রবণতা। রাজ্যে এমন এক পরিস্থিতি চলছে যেখানে আপনি যদি সরকার পক্ষের সমর্থক হন তাহলে ঠিক আছে। আর তা না হলে আপনার হাতে হাতকড়া পড়বে। প্রশাসন এটা করতে পারে না এটা আইন শাসনের পরিপন্থী। এছাড়াও তিনি বিজেপি সংসদ জগন্নাথ সরকারের ইস্যু তুলে বলেন,’ শাসকদলের সাংসদের জন্য রেড কার্পেট। আর রানাঘাটের বিরোধী সাংসদ জগন্নাথ সরকারের জন্য বরাদ্দ হেনস্থা।’

903382 mamata dhankar

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর