শুধুমাত্র আগস্ট মাসে পশ্চিমবঙ্গে ২২৩ টি ধর্ষণ, ৬৩৯ টি অপহরণ! রাজ্যপালের তথ্য পেশ করার পরই শুরু হল সংঘাত

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে (West Bengal) মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচার নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। একটি ট্যুইট করে রাজ্যে বেড়ে চলা মহিলাদের উপর অত্যাচারের পরিসংখ্যান জারি করেন তিনি। এরপরেই চিরাচরিত ভাবে আবারও রাজ্য-রাজ্যপালের সংঘাত চোখে পড়ে। রাজ্যপালের ধর্ষণের তথ্যের খণ্ডন করে রাজ্যের স্বরাষ্ট্র দফতর জানায়, ওনার পরিসংখ্যানে রয়েছে অসংগতি। আরেকদিকে, রাজ্যপাল পাল্টা দিয়ে বলেন, রাজ্যে ধর্ষণ ও অপহরণের পরিসংখ্যান রাজ্য প্রশাসনের তরফ থেকেই ওনাকে পাঠানো হয়েছিল।

আজ মঙ্গলবার রাজ্যপাল একটি ট্যুইট করে ২০২০ এর আগস্ট মাসে রাজ্যে ধর্ষণ আর অপহরণের পরিসংখ্যান তুলে ধরেন, উনি জানান, আগস্ট মাসে রাজ্যে মোট ২২৩ টি ধর্ষণ আর ৬৩৯ টি অপহরণের মামলা ঘটেছে। তিনি রাজ্যে মহিলাদের উপর বেড়ে চলা অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাজ্যপালের পরিসংখ্যান পেশ করার পর রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে ট্যুইট করে জানানো হয় যে, রাজ্যপাল যেই পরিসংখ্যান প্রকাশ করেছেন, সেটি বিভ্রান্তিকর। এটি কোনও অফিসিয়াল পরিসংখ্যান অথবা রিপোর্টের ভিত্তিতে দেওয়া হয়নি। এখানে অনেক ভিত্তিহীন দাবি করা হয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পাল্টা জবাব দেন রাজ্যপাল ধনখড়। উনি বলেন, মমতা ব্যানার্জীর এমন বিভ্রান্তিকর তথ্যে অবাক হচ্ছি। ওনার উচিৎ ক্ষমা চেয়ে এই তথ্য সংশোধন করে নেওয়া। আমি নিজে থেকে কোনও রিপোর্ট বানাই নি। আমাকে রাজ্য প্রশাসনের তরফ থেকে আগস্ট মাসে ২২৩ টি ধর্ষণ আর ৬৩৯ টি অপহরণের রিপোর্ট পাঠানো হয়েছিল।

উনি রাজ্যের মুখ্যসচিবকে কড়া বার্তা দিয়ে তথ্য প্রত্যাহার করার দাবি জানান। উনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ার পর এরকম অসত্য তথ্য প্রকাশ করেছেন রাজ্যের ডিজিপি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর