জাতীয়তাবাদকে কখনও আমরা অবজ্ঞা করতে পারি না, দেশ সবার আগে!নাগরিকত্ব আইন নিয়ে মমতার গণভোটের দাবিকে কটাক্ষ রাজ্যপালের

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন তাঁর জীবদ্দশায় কখনই রাজ্যে প্রণয়ন করা যাবে না, সোমবার শহর কলকাতায় আনিরে বিরোধিতার পদযাত্রা থেকে এমনই সুর তুলেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মমতা। প্রতিবাদ পদযাত্রা শেষে পর বৃহস্পতিবার রানী রাসমনি রোডের জনসভা মঞ্চ থেকে রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে রাজ্যে গনভোটের দাবি জানান মুখ্যমন্ত্রী।

প্রতিবাদ সভার মঞ্চ থেকে গনভোটের দাবির পাশাপাশি সেই ভোটে হিন্দু মুসলিম শিখ ও খ্রিষ্টান বা কোনো রকম রাজনৈতিক দলের থাকার দরকার নেই বলে জানান। শুধুমাত্র রাষ্ট্রসংঘের তত্ববধানে গণভোটের দাবি জানিয়ে কত মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জীকে সমর্থণ করে তা দেখার কথা জানান।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা মুকুল রায়ও গণভোটের দাবি জানানয যার মাধ্যমে কত লোক মুখ্যমন্ত্রীকে চায় সেই হিসেব জানার জন্য।তবে এবার মমতাকে কটাক্ষ করে আসরে নামলেন রাজ্যপাল জগদ্বীপ ধনকর। একটি ট্যুইটের মাধ্যমে তিনি লেখেন,’জাতীয়তাবাদকে কখনও আমরা অবজ্ঞা করতে পারি না। দেশ সবার আগে। আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী  নিজের অবস্থান থেকে সরে আসবেন। এই মহান দেশের নাগরিক হিসেবে আমি মর্মাহত।’

https://twitter.com/jdhankhar1/status/1207657135711981568

অন্যদিকে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রানী রাসমনি রোডের প্রতিবাদ সভার মঞ্চ থেকে কবিগুরুর একটি লেখার লাইন উদ্ধৃত করে বলেন এ তো ওই কাদম্বরীর মতো মরে প্রমান করতে হবে যে সে মরে নি। অর্থাত্ বিজেপির নাগিরিকত্বের প্রমান চাওয়া নিয়ে কটাক্ষ করতে গিয়ে বলেন, ‘উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান থেকে কেরালা, তামিলনাড়ু, অসমের সবাই নাগরিক। হঠাৎ করে তাহলে BJP-র মাদুলি পরে প্রমাণ করতে হবে যে নাগরিক কিনা।’

 

 

 

সম্পর্কিত খবর