ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল

বাংলাহান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার মুখর হতে দেখা গিয়েছে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কে। বারবার এই ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে বয়ান দিতেও দেখা গিয়েছে ওনাকে। আর ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার কোচবিহারেও গিয়েছিলেন তিনি। এরপর শুক্রবার কোচবিহার থেকে তিনি সরাসরি অসমে চলে যান। অসমের ধুবড়ী জেলায় বিজেপির কর্মী-সমর্থকরা যেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানে গিয়ে তিনি ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন।

কোচবিহার-অসম পরিদর্শনের পর এবার নন্দীগ্রামে যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল ধনকড়। একুশের নির্বাচনে সবথেকে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা অভিযোগ খতিয়ে দেখার জন্য যাচ্ছেন তিনি। বলে রাখি, নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী জয়ী হলেও, সেই কেন্দ্রের বিজেপির কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

https://twitter.com/jdhankhar1/status/1393188487101181954

শনিবার সকালেই BSF-এর হেলিকপ্টারে করে নন্দীগ্রামে যাচ্ছেন জগদীপ ধনকড়। সেখানে তিনি একাধিক এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি জানকীনাথ মন্দিরেও যাবেন। সেখানে তিনি পুজো দিয়ে আবার শনিবারই কলকাতায় ফিরবেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর