জ্যোতিপ্রিয় মল্লিককে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান পুণ্যার্থীদের

বাংলা হান্ট ডেস্ক: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে লক্ষ্য করে শুক্রবার ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন ভক্তদেরই একাংশ। মন্ত্রী বেরিয়ে যাওয়ার পর আবার পালটা ‘লোকনাথ বাবার জয়’ স্লোগানও ওঠে।

মুখ্যমন্ত্রী নির্দেশেই কচুয়ায় লোকনাথ ধামে যান তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গোটা এলাকা ঘুরে দেখেন তিনি। বোঝার চেষ্টা করে কীভাবে দুর্ঘটনা ঘটল? মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর যখন লোকনাথ ধাম থেকে বেরোচ্ছিলেন মন্ত্রী, তখনই তাল কাটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় পতাকা হাতে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন।

যাঁরা স্লোগান দিয়েছেন, তাঁদের হাতে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না। তবে ঘটনার সময়ে কচুয়া লোকনাথ ধামের মন্দিরে স্থানীয় এক বিজেপি নেতাও ছিলেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে কচুয়াধামে লোকনাথ মন্দির চত্বরে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর