হনুমানের মতো আমাদের সঞ্জীবনী দেওয়ায় ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেঃ ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াই করা আমেরিকার সমেত অনেক কয়েকটি দেশের সাহায্যের জন্য ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর এই কারণে আন্তর্জাতিক স্তরে ভারতের খুব প্রশংসা হচ্ছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পর এবার ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো (Jair Bolsonaro) করোনায় সংক্রমিতদের চিকিৎসায় ইফেক্ট ফেলা ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) এর সাপ্লাইয়ের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে।

brazil president

সবথেকে অবাক করা ব্যাপার হল, ব্রাজিল ভারতের এই সাহায্যের তুলনা রামায়ণের হনুমান দ্বারা নিয়ে আসা সঞ্জীবনী বুটির সাথে করেছে। ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একটি চিঠি লিখে ওনাকে ধন্যবাদ জানিয়েছেন। ওই চিঠিতে ভারত আর ব্রাজিলের বন্ধুত্ব আর ভারতের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কথা উল্লেখ করা হয়েছে।

letter 875
ব্রাজিলের রাষ্ট্রপতির সেই চিঠি

ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো লেখেন, ‘করোনা ভাইরাসের মহামারীর সময় ভারত যেভাবে ব্রাজিলের সাহায্য করছে, এটা একদম পুরাণের রামায়ণ কালের মতো। তখন যেমন হনুমান জি প্রভু রামের ভাই লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন, এখন ভারত ঠিক তেমনই করলো।”

এর আগে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ওষুধের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা করি যে, ওষুধ দেবেন? উনি আমার কথায় রাজি হয়ে যান। উনি খুব ভালো মানুষ। উনি আমেরিকার সাহায্য করেছেন।”

আমেরিকার চ্যানেল ফক্স নিউজের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত নিজেদের প্রয়োজনে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন এর সাপ্লাইতে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী সেই নিষেধাজ্ঞা তুলে আমাদের সাহায্য করেন, উনি খুব ভালো মানুষ।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর