জম্মু থেকে উঠে গিয়েছে সব রকমের বিধিনিষেধ,কাশ্মীরে এখনো কড়া পাহারা

বাংলাহান্ট ডেস্ক: জম্মু কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বিলোপ করার এক সপ্তাহের মধ্যে জম্মু থেকে সব রকম বিধিনিষেধ উঠে গেল। কিন্তু এখনো কড়া পাহারা থাকবে কাশ্মীরে।

   

গত ৪ই আগস্ট জম্মু কাশ্মীর থেকে বিলোপ করা হয় ৩৭০ ধারা। তারপর থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জম্মু ও কাশ্মীর কে। নিরাপত্তা করা করতে প্রায় ৩৫ হাজার সেনা মোতায়েন করা হয় সেখানে। জঙ্গী হামলার আশঙ্কা করে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে অমরনাথ যাত্রা।

প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বিলোপ করা হয়েছে। বহু দিন বন্ধ রাখা হয়েছিল যোগাযোগ ব্যবস্থা। জম্মু কাশ্মীরের বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। জম্মুর পরিবেশ নিয়ন্ত্রণে আনা গেলেও এখনো পর্যন্ত বিক্ষিপ্ত হিংসার খবর আসছে কাশ্মীর থেকে। জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা বিশ্ব। জম্মু থেকে তুলে নেওয়া হয়েছে সব রকম বিধিনিষেধ। তবু কাশ্মীরে চলবে কড়া নিরাপত্তা।

সম্পর্কিত খবর