বঙ্গতনয়ের গোলেই স্বপ্নভঙ্গ এটিকে মোহনবাগানের, লিগ শিল্ড জিতলো জামশেদপুর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোমবার গোয়ার মারগাওয়ের ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ২০২১/২২-এর শেষ লিগ ম্যাচে এটিকে মোহনবাগানকে এক গোলে হারিয়ে দিয়েছে জামশেদপুর এফসি। একটি দল হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তারা। দ্বিতীয়ার্ধে বঙ্গতনয় ঋত্বিক দাসের ৫৬ মিনিটের একমাত্র এবং দুর্দান্ত গোলে ফর্মে থাকা এটিকে মোহনবাগানকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে লিগ শিল্ড জিতে নিল জামশেদপুর এফসি। লিগ টেবিলে ৩ নম্বরে থেকে অভিযান শেষ করলো সবুজ মেরুণ শিবির।

এই জয় জামশেদপুরকে ৪৩ পয়েন্টে পৌঁছে দেয়। যা লিগের ইতিহাসে একটি রেকর্ড। এটিকে মোহনবাগান ৩৭ পয়েন্ট নিয়ে ৩ নম্বরেই শেষ করে লিগ উইনার্স শিল্ড জেতার এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি স্থান অর্জন করার সুযোগ হাত ছাড়া করে। আইএসএল-এর ইতিহাসে সবচেয়ে সফল দল এটিকে গতবার মোহনবাগানের সাথে মার্জ করার পর টানা দুই মরশুমে লিগ শিল্ডের অত্যন্ত কাছে এসে খেতাব হাতছাড়া করে। আজ জামশেদপুরকে দুই গোলের ব্যবধানের হারিয়ে দিতে পারলে মরশুমের প্রথম ট্রফি জিততেন রয় কৃষ্ণারা, কিন্তু তা হয়নি।

jfc

কিন্তু তাদের আধিপত্য থাকা সত্ত্বেও তিনবারের চ্যাম্পিয়নরা মাত্র দুবার টার্গেটে শট নিতে পারে। জুয়ান ফার্নান্দোর দল ৩৭ পয়েন্ট নিয়ে লিগ পর্বে তৃতীয় হয়েছে। গত মরশুমে, তারা লিগ শিল্ড বিজয়ী মুম্বাই সিটির সাথে সমান পয়েন্টে লিগ পর্ব শেষ করেও হেড-টু-হেডে খারাপ ফলের কারণে ‘শিল্ড’ হাতছাড়া করেছিল। এবার দুই লেগের আইএসএল সেমিফাইলে, জামশেদপুর এফসি চতুর্থ স্থানে থাকা কেরালা ব্লাস্টার্সের সাথে খেলবে এবং এটিকে মোহনবাগান দ্বিতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে।

প্রথম লেগের সেমিফাইনাল ১১ এবং ১২ ই মার্চ অনুষ্ঠিত হবে। এরপর সেমির দ্বিতীয় পর্ব ১৫ এবং ১৬ই মার্চ অনুষ্ঠিত হবে। এরপর ২০শে মার্চ আইএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে। গতবার ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি এবং তারা জয়ও করেছিল সেই ফাইনাল। এবার কে সেই শিরোপা জেতে তা জানতে অপেক্ষা আর ১৩ দিনের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর