৩২ বছর পর হান্ডওয়ারায় পালিত হল জন্মাষ্টমী, ‘হরে কৃষ্ণ” গানের তালে নাচল কাশ্মীরি পণ্ডিতরা

বাংলা হান্ট ডেস্কঃ আজ দেশ জুড়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। আর আজকের এই বিশেষ দিন কাশ্মীরি পণ্ডিতদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ ৩২ বছর পর উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় জন্মাষ্টমী উপলক্ষে প্রভাতফেরি বের করা হয়েছিল। আজকের এই শুভক্ষণে কাশ্মীরি পণ্ডিতরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেশকে করোনা মুক্ত করার প্রার্থনা করেন।

janmasthami in kashmir 1

এর আগে ১৯৮৯ সালে কাশ্মীর জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজিত হত। প্রভাতফেরি শুভারম্ভ গণপথ্যর মণ্ডির থেকে হয়। এরপর প্রভাতফেরি জেন্দার মহল্লা, জাহাঙ্গীর চক, মৌলানা আজাদ রোড হয়ে রেসিডেন্সি রোডে যায়।

janmasthami in kashmir 2

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাশ্মীরি পণ্ডিতরা জানান, কাশ্মীর ভ্রাতৃত্ববোধের জন্য বিখ্যাত। অন্য জায়গার মানুষ এখানে আসুক আর কাশ্মীরের একতাকে নিজের চোখে দেখে যাক। কাশ্মীরি পণ্ডিতরা প্রভাতফেরি বের করতে সহায়তা করার জন্য স্থানীয়দের ধন্যবাদও জানান।

janmasthami in kashmir 3

এই অনুষ্ঠানের জন্য আগে থেকেই সুরক্ষা কড়া বন্দোবস্ত করা হয়েছিল। স্থানীয়রা জায়গায় জায়গায় শ্রীকৃষ্ণের প্রভাতফেরিকে স্বাগত জানায়। প্রভাতফেরিতে কৃষ্ণ ভক্তদের রাস্তায় ‘হরে কৃষ্ণ” গানের তালে তালে নাচতে দেখা যায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর