মুখের আদলে টাকার থলি, ‘অদ্ভুত’ তৈরী জাপানে

 

বাংলা হান্ট ডেস্ক : টাকা রাখার জন্য এক অভিনব পন্থা বের করা হয়েছে জাপানে।যা সহজেই শিরোনাম জুড়ে স্থান পেয়েছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে পেয়েছে খ্যাতি। জাপানে তৈরি একটি কয়েন রাখার থলি এই কারণেই ভাইরাল হয়ে গিয়েছে।

 

মানুষের মুখের আদলে তৈরি করা হয়েছে কয়েন রাখার ব্যাগ। মানুষের ওপরের ঠোঁট থেকে মুখের নীচ পর্যন্ত অবিকল ডিজাইনে তৈরি করা হয়েছে। রয়েছে মাড়ি-সহ দু’পাটি দাঁতও।

ঠোঁট দু’টিকে চাপ দিয়ে সরালেই খুলে যাবে মুখ। খোলা মুখের ভেতরে কয়েন রেখে ফের চাপ দিয়ে বন্ধ করে দিতে পারেন। প্রয়োজন মতো ফের চাপ দিয়ে খুলে বের করে আনতে পারেন কয়েন। টুইটার সম্প্রতি ভাইরাল হতে শুরু করেছে। প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের। নেটিজেনদের কাছে এর নাম ‘অদ্ভুত’।

 

 

সম্পর্কিত খবর