কোহলি জামানা যেতেই সুর বদলাল বুমরার, অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে দিলেন বড় বয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা এখন তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক। বিরাট কোহলি ৩ মাসের মধ্যে ৩ ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে যেতেই অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বড় কথা বললেন যশপ্রীত বুমরা। মোহালির মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। এটি হবে সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ। তার আগেই এই মন্তব্য করলেন বুমরা।

বুমরা বলেছেন, সহ-অধিনায়ক হওয়ার পরেও ভারতীয় দলে তার ভূমিকা আগের মতোই রয়েছে। তিনি বলেন, “দলের সিনিয়র সদস্য হিসেবে আপনাকে তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে হবে। আমি আগেও বলেছি সহ-অধিনায়ক একটি পদের নাম মাত্র। বুমরা বলেছেন যে তার চেষ্টা থাকবে অধিনায়ক রোহিত শর্মাকে যে কোনও উপায়ে সাহায্য করা। তিনি বলেছেন “আমি সবসময়ই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, আমি মনে করি না যে কোনও অবস্থান গুরুত্বপূর্ণ হওয়া উচিত বা একজন বোলার বা ব্যাটসম্যান একাই সবসময় পার্থক্য তৈরি করতে পারবে। ম্যাচের ফলাফল নির্ভর করে আপনি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করেন এবং আপনি কৌশলগতভাবে কতটা শক্তিশালী, সেটার ওপর।”

ashwin

ভারতীয় সহ-অধিনায়ক বুমরা জানিয়েছেন যে, তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার চোট থেকে সুস্থ হয়ে উঠছেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে অনুশীলনের সময় স্বাচ্ছন্দ্য বোধ করছেন। চোটের কারণে পরপর দুটি সীমিত ওভারের সিরিজে মাঠে নামতে পারেননি অশ্বিন। শুক্রবার শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচের আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, “টেস্ট দল ইতিমধ্যেই একত্রিত হয়েছে এবং অনুশীলন করছে। অশ্বিন চোট কাটিয়ে সেরে উঠেছেন। এখন তার কোনো সমস্যা আছে বলে মনে হয় না।”

তিনি আরও যোগ করে বলেন, “আজ অনুশীলনের সময় তাকে ফিট দেখাচ্ছিল। তিনি বোলিং, ব্যাটিং এমনকি ফিল্ডিংও অনুশীলন করেছেন। তাই আমি মনে করি তিনি ভালো অবস্থায় আছে।” বুমরা যদিও প্রথম একাদশ নিয়ে মুখ খুলতে চাননি এবং বলেছিলেন যে ম্যাচ শুরু হতে এখনও তিন দিন বাকি তাই এখনই এই নিয়ে কিছু বলার নেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর