প্রধানমন্ত্রী মোদী ও ভারতীয় সেনাকে অপমান! শাহিদ আফ্রিদিকে পাল্টা তোপ জাভেদ আখতারের

বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ভারতীয় সেনা বাহিনীর (Indian army) সম্পর্কে অপমানজনক মন্তব‍্য করায় প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদিকে (shahid afridi) তীব্র কটাক্ষ করলেন গীতিকার জাভেদ আখতার (javed akhtar)। এর আগেই গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, শিখর ধাওয়ানের মতো তাবড় ভারতীয় ক্রিকেটাররা আফ্রিদির মন্তব‍্যের কড়া সমালোচনা করেছেন। এবার তাঁকে উচিত জবাব দিলেন জাভেদ আখতার।

javed akhtar 1
আফ্রিদিকে একহাত নিয়ে বর্ষীয়ান গীতিকার নিজের টুইটার হ‍্যান্ডেলে লেখেন, ‘আমি শাহিদ আফ্রিদির বক্তব‍্য শুনেছি। আর সবথেকে হাস‍্যকর বিষয় হল তাঁর এতটা দুঃসাহস রয়েছে যে তিনি আমাদের উপদেশ দিচ্ছেন ধর্ম ও রাজনীতি এক না করে ফেলতে। একটা চলতি কথা আছে, অন‍্যদের দিকে আঙুল তোলা মানুষ নিজের দিকে কখনও দেখে না।’

IMG 20200520 153318
শুধু জাভেদ আখতার নন, বলিউডের পরিচালক অশোক পণ্ডিতও আফ্রিদিকে কটাক্ষ করে লেখেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ও সেনাকে অপমান করছেন আফ্রিদি। এই ভিডিও সেইসব নকশালদের জন‍্য যারা বলেন খেলার কোনও সীমানা হয় না ও যারা ওখানে হাসপাতাল বানাতে চান‍। পাকিস্তান একটি সন্ত্রাসবাদীদের দেশ এবং তাই থাকবে। লজ্জা হওয়া উচিত।’

প্রসঙ্গত, সম্প্রতি শাহিদ আফ্রিদির একটি ভিডিওকে ঘিরে তোলপাড় হয়েছে নেটদুনিয়া। ভিডিওতে পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনা সম্পর্কে অপমানজনক মন্তব‍্য করেন আফ্রিদি। তাঁর বক্তব‍্য, করোনার থেকেও বড় অসুখ মোদীর মস্তিষ্কে রয়েছে আর তা হল সাম্প্রদায়িকতার অসুখ। তিনি আরও বলেন কাশ্মীরের অধিবাসীদের উপর অত‍্যাচার করা হচ্ছে। শুধু তাই নয়, মোদীকে ‘ভীতু’ বলেও কটাক্ষ করেন আফ্রিদি। তাঁর এই মন্তব‍্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর