বাংলাহান্ট ডেস্ক : ভারতে নাকি লাইভ কনসার্ট করার মতো উপযুক্ত পরিকাঠামোই নেই। সম্প্রতি ‘দিল-লুমিনাতি ট্যুর’ এর সময়ে এমনি মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। ঘোষণা করেছিলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আর কনসার্ট করবেন না এদেশে। এবার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন আরেক জনপ্রিয় গায়ক জাভেদ আলি (Javed Ali)। দিলজিতের ১৮০ ডিগ্রি উলটো ঘুরে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
দিলজিতের মন্তব্য নিয়ে কী বললেন জাভেদ (Javed Ali)
ভারতে লাইভ শোয়ের পরিকাঠামো কি সত্যিই ভালো নয়? জাভেদ আলিকে (Javed Ali) এ বিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ সংস্থাকে তিনি বলেন, “যেখানেই যাই প্রচুর ভালোবাসা পাই। আমাদের দেশে শিল্পীদের প্রচুর সম্মান দেওয়া হয়। আমার মনে হয় না অন্য কোথাও এত ভালোবাসা পাওয়া যায় বলে”।
নিজের দেশের প্রশংসা গায়কের: এখানেই না থেমে ‘শ্রীবল্লি’ গায়ক আরো বলেন, “নিজের বাড়িতে সম্মান পেলে সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যেখানেই যান না কেন, একই রকম আনন্দ আর কোথাও পাবেন না। আমার দেশকে আমি খুব ভালোবাসি”।
আরো পড়ুন : ‘খাদান’ ঝড়েই থামছে না দেব-ম্যাজিক, মিঠুনের সঙ্গে জুটিতে আসছে ‘প্রজাপতি ২’! হয়ে গেল ঘোষণা
সারেগামাপাতে বিচারক জাভেদ আলি: বর্তমানে জি বাংলার গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে বিচারক হিসেবে দেখা যাচ্ছে জাভেদ আলিকে (Javed Ali)। এই প্রথম কোনো বাংলা রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসলেন তিনি। তাঁর সঙ্গীত, প্রাণখোলা মেজাজ, প্রতিযোগীদের ঠিক ভুল বিচারের ক্ষমতা প্রশংসিত হচ্ছে দর্শকদের মাঝে। দর্শকরা বিচারক হিসেবে বেশ পছন্দ করছেন জাভেদ আলিকে (Javed Ali)।
আরো পড়ুন: ‘দুষ্টু’ ম্যাগাজিনের মডেল থেকে সলমনের শোয়ের অতিথি! ইনিই বিগ বসের সবথেকে ‘দামী’ প্রতিযোগী
প্রসঙ্গত, বলিউডের অত্যন্ত জনপ্রিয় গায়ক জাভেদ আলি। বহু সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। কুন ফায়া কুন, তু যো মিলা, কাজরা রে, তু হি হকিকত, সওদেবাজি, তুম তক, জশন-এ-বাহারা, গুজারিশ, শ্রীবল্লির মতো অগুন্তি জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি ‘কিসমত’ নামে একটি গান মুক্তি পেয়েছে জাভেদের।