রোহিত কি সুস্থ হয়ে টেস্ট সিরিজে দলে ফিরবেন? উত্তর দিলেন জয় শাহ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে পরপর সিরিজের দুটি একদিনের ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন রোহিত শর্মা। আঙুলে চোট নিয়ে তিনি ফিল্ডিং না করলেও দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাটিং করেছেন। কিন্তু তিনি তৃতীয় ওডিআইটি থেকে ছিটকে গিয়ে বৃহস্পতিবারই দেশে ফিরেছেন।

ভারত অধিনায়কের চোট নিয়ে এবার আপডেট দিলেন স্বয়ং বোর্ড সচিব জয় শাহ। একদিনের সিরিজের তৃতীয় ম্যাচটি থেকে বাদ পড়লেও এখনও পর্যন্ত তাকে টেস্ট সিরিজ থেকে বাতিল করা হয়নি। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে থেকে চোটের জন্য বাদ পড়েছেন দীপক চাহার ও কুলদীপ সেনও। তাদের বদলে কুলদীপ যাদবকে এই দলে জায়গা দেওয়া হয়েছে।  শনিবার শেষ একদিনের ম্যাচ জিতে এখন সম্মান রক্ষা করাই প্রধান লক্ষ্য ভারতীয় দলের।

এরপরই রয়েছে ভারতের সামনে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়মনশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য ওই ফরম্যাটে দুটি ম্যাচই জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই মঞ্চেই রোহিত শর্মা নামতে পারবেন কিনা তা নিয়েই এখন আশঙ্কায় ভুগছে ফুটবলপ্রেমীরা।

জয় শাহ রোহিতকে নিয়ে নিজের বিবৃতিতে জানিয়েছেন, “বিসিসিআইয়ের মেডিক্যাল টিম আপাতত অধিনায়ককে পর্যবেক্ষণে রেখেছিলো এবং এরপর ঢাকার হাসপাতালে তার আঙুলের স্ক্যান করানো হয়েছে। তিনি আপাতত দেশে ফিরে এসেছেন এবং এখানেই বিশেষজ্ঞের চিকিৎসকদের সঙ্গে তার চোট নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর