এবার এক ফ্রেমে দুই দেশের নায়ক নায়িকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষের ‘রবিবার’-এ অভিনয় করছেন জয়া আহসান এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এই বাংলাদেশী অভিনেত্রী অভিযোগ ছিল যে ম্যাডাম তার সাথে কোন সিনেমা করছেন না। সেই প্রসঙ্গে বুম্বাদার মন্তব্য, “আমি জয়াকে বলতাম সঠিক কাজের জন্য অপেক্ষা করা যাক”। এছাড়াও তিনি এক সংবাদ মাধমকে জানান, “জয়া আহসানের মতো একজন মেধাবী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। জয়া একজন অভিজ্ঞ অভিনেত্রী। আমরা দুজনই একটি বাংলা সিনেমায় একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি অনেক দিন থেকেই। খুশি হলাম যে অবশেষে তা হচ্ছে। অতনু ঘোষের মতো সংবেদনশীল পরিচালক এই সিনেমার দায়িত্বে এটাই অসাধারণ বিষয়। ”

জয়া প্রায়শই প্রসেনজিতের কাছে অভিযোগ করতেন- কেন তারা একসঙ্গে সিনেমা করছেন না। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “আমি জয়াকে বলতাম সঠিক কাজের জন্য অপেক্ষা করা যাক। আমি জয়াকে বলি, দীর্ঘদিন হলো আমি টিপিক্যাল নায়ক কেন্দ্রিক ছবিতে অভিনয় করা বন্ধ করে দিয়েছি। এখন সেই সব সিনেমাই করি যার বিষয়বস্তু অন্যরকম। সুতরাং আমি মনে করি, অবশেষে আমরা দুজনেই এমন একটি ছবি করছি যা ভালো কাজ আর ভালো ভূমিকার জন্য আমাদের যে ক্ষুধা তা মেটাবে”।

Screenshot 2019 09 25 20 56 45 240 com.google.android.googlequicksearchbox

নির্মাতার সঙ্গে দুই তারকার কাজের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে অতনুর ‘বিনিসুতোয়’ সিনেমায় কাজ করেছেন জয়া। প্রসেনজিৎ করেছেন ‘ময়ূরাক্ষী’, এটি ২০১৭ সালে সেরা বাংলা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার ছিনিয়ে নেয়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশা, সিনেমাটির বিষয়বস্তু আলাদা হলেও দর্শকদের পছন্দ হবে তা।

সম্পর্কিত খবর