মেয়েরাই মেয়েদের শত্রু, শিক্ষিতা মেয়েরাও দ্বিচারিতা করে! ফের বেফাঁস জয়া বচ্চন

বাংলাহান্ট ডেস্ক: মনের কথা মনে চেপে রাখার পক্ষপাতী নন জয়া বচ্চন (Jaya Bachchan)। যতই বিতর্ক হোক না কেন, তাঁর মনে যা মুখেও তাই। অবশ‍্য এর জন‍্য ট্রোলও কম হতে হয় না তাঁকে। কখনো পাপারাৎজির সঙ্গে বিবাদে জড়িয়ে, কখনো নাতনি নভ‍্যা নন্দাকে ‘অতিরিক্ত আধুনিক’ পরামর্শ দিয়ে সমালোচনার মুখে পড়েন জয়া। এবার মহিলাদের শিক্ষা নিয়ে বিতর্কিত মন্তব‍্য করে বসলেন তিনি।

নভ‍্যা নভেলি নন্দার শো তে এসে একের পর এক বিতর্কিত মন্তব‍্য করে চলেছেন জয়া। সাম্প্রতিক পর্বে নভ‍্যাকে ছেলে ও মেয়ে সন্তানের মধ‍্যে সমতা নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, মেয়েদের যেভাবে বড় করা হয় ছেলেদেরও সেভাবেই করা উচিত। তাঁকে মাঝপথে থামিয়ে দিয়েই জয়া বলে ওঠেন, শিক্ষিতা মেয়েরাও দ্বিচারিতা করে।

Jaya
প্রবীণ অভিনেত্রীর কথায়, মেয়েরাই মেয়েদের শত্রু। অনেক সময়েই এই কথাটা বলার ইচ্ছা হয় তাঁর। কিন্তু বলে উঠতে পারেন না তিনি। উত্তরে নভ‍্যা বলেন, তিনি সবসময় বলে এসেছেন, মেয়েদের সবসময় একে অপরকে সাহায‍্য করা উচিত। একে অপরের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু তাঁর মা এতটা ভাল নন।

জয়াও সায় দিয়ে বলেন, তাঁর মেয়ে শ্বেতা নভ‍্যাকে নিজের ‘পাঞ্চিং ব‍্যাগ’ মনে করেন। মেয়ের দোষ না থাকলেও নাকি তাঁর ঘাড়েই দোষ চাপান। পালটা নিজের পক্ষে সাফাই দিয়ে শ্বেতা বলেন, নভ‍্যা নাকি জানেনই না কখন কোন কথাটা বলা উচিত। এমনকি মানুষের মেজাজও বুঝে কথা বলতে পারেন না তিনি।

জয়া অবশ‍্য এখানেই থামেননি। মেয়ে আর নাতনি দুজনকেই তিনি সরাসরি প্রশ্ন করেন, ভারতীয় মেয়েরা এখন এত পাশ্চাত‍্য পোশাক পরেন কেন? নভ‍্যা অবশ‍্য বলেন, এর উত্তর তাঁর কাছে নেই। অন‍্যদিকে শ্বেতার বক্তব‍্য, চলাফেরায় সুবিধার জন‍্যই পাশ্চাত‍্য পোশাকের প্রতি এখন ভারতীয় মেয়েরা বেশি ঝুঁকছেন বলে মন্তব‍্য করেন তিনি। এখন মেয়েরা ঘরের পাশাপাশি বাইরের কাজও করেন। তাই প‍্যান্ট শার্টেই বেশি সুবিধা হয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর