অপরাধীদের শাস্তি দিতে রাম নয়, দরকার রাবণের! রামনবমীতে ‘রাবণ’এর ট্রেলারে বার্তা জিতের

বাংলাহান্ট ডেস্ক: দশেরার দিন ‘রাবণ’ (Raavan) রূপে ধরা দিয়ে চমক দিয়েছিলেন জিৎ (Jeet)। আর রবিবার রামনবমীর দিন প্রকাশ‍্যে আনলেন ট্রেলার (Raavan Trailer)। চলতি মাসের শেষেই মুক্তি পাচ্ছে রাবণ। তার আগে ১০ এপ্রিল মুক্তি পেল ছবির ধামাকাদার ট্রেলার।

ছবির নাম রাবণ হলেও জিতের অভিনীত চরিত্রের নাম কিন্তু রাম মুখোপাধ‍্যায়। পেশায় তিনি কলেজের সাংবাদিকতার অধ‍্যাপক‌। তরুণ হ‍্যান্ডসাম অধ‍্যাপকের প্রেমে হাবুডুবু তাঁরই ছাত্রী রাই। অধ‍্যাপক রামও সুযোগ পেলেই প্রেম করেন ছাত্রীর সঙ্গে। সব মিলিয়ে রোম‍্যান্স আর কমেডির মিশেলে বেশ জমাটি গল্প।


তারপরেই আবার প্লট পরিবর্তন। রামের মিষ্টি, হ‍্যান্ডসাম লুক ছেড়ে হঠাৎই রাবণের বেশে জিৎ। আদ‍্যোপান্ত কালো পোশাক, কাঁচাপাকা লম্বা চুল আর একচোখে প্রখর লাল দৃষ্টি। রাবণের লুক যতটা ভয়াবহ, তার দুষ্টের সংহারকারী রূপও ততটাই ভীতিপ্রদ। রাবণের ট্রেলারে জিতের বার্তা, রাবণ মরে না জেনেও প্রতি বছর তাঁকে পোড়ানো হয়। আর অপরাধীদের শাস্তি দিতে এখন আর রাম নয়, দরকার রাবণের।


ছবিতে ইনস্পেকটর জাহানের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। জিতের বিপরীতে নতুন মুখ লহমা ভট্টাচার্য। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ‍্যায়, শতাফ ফিগার ও বিশ্বনাথ বসু।

রাবণ ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ। প্রযোজনার দায়িত্বে জিৎ ছাড়াও রয়েছেন অমিত জুমরানি। আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে রাবণ। উল্লেখ‍্য, ওইদিনই মুক্তির অপেক্ষায় দেবের ছবি ‘কিশমিশ’ও। অর্থাৎ টলিউডের বক্স অফিসে আবারো দুই মহারথীর টক্কর। শেষ বাজিটা কে মারেন সেটা দেখার জন‍্য এখনো দু সপ্তাহের অপেক্ষা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর