মাসে আয় ৫ লাখ! রোজগার করা যেন বাঁহাতের খেলা! অবাক করবে এই ট্রাক ড্রাইভারের কাহিনী

বাংলাহান্ট ডেস্ক: আজ আমরা এমন এক ট্রাক চালকের (Truck Driver) কথা বলতে চলেছি যিনি নিজের বুদ্ধিমত্তা ও পরিশ্রমের সাহায্যে নিজেকে করে তুলেছেন অনন্য। গত ২০ বছর ধরে ট্রাক চালাচ্ছেন ঝাড়খণ্ডের (Jharkhand) রাজেশ রাভানি। বর্তমানে নেট দুনিয়ায় ‘R Rajesh Vlogs’-এর মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়।

ট্রাক ড্রাইভার (Truck Driver) রাজেশের রোজনামচা

শুধু তাই নয়, এই ইউটিউব (YouTube Channel) চ্যানেল থেকে রাজেশ মাসে আয় করছেন লক্ষাধিক টাকা! রাজেশের পেশা ট্রাক চালানো হলেও, রান্না হল তাঁর নেশা। সেই রান্না করার নেশা থেকেই আসে ইউটিউবে ভ্লগ তৈরির পরিকল্পনা। বর্তমানে রাজেশের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়েছে ১.৮৭ মিলিয়নেরও বেশি।

   

Truck Driver

বাবার মতোই ট্রাক চালানোকে পেশা করেছিলেন রাজেশ। গত বিশ বছরেরও বেশি সময় ধরে ট্রাক চালাচ্ছেন রাজেশ। একটি ইউটিউব সাক্ষাৎকারে রাজেশ জানান, সে ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা। তবে রামগড়ে পরবর্তীকালে বসতি স্থাপন করে থাকতে শুরু করে তাঁর পরিবার।

আরোও পড়ুন : এও কী সম্ভব! প্ল্যানচেটেই চলছে ‘অভয়া’র সাথে কথা! YouTuber’কে ৫০ লাখের চ্যালেঞ্জ বিজ্ঞান মঞ্চের

পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় অনেক কম বয়সে রাজেশ ট্রাক চালাতে শুরু করেন। ট্রাক নিয়ে রাজেশকে অনেক দূরদূরান্তে যেতে হত। সেই সময় নিজেই রান্না করতেন রাজেশ। রাজেশের সেই অভ্যাসই আজ তাঁকে বিখ্যাত করে তুলেছে। এই সাক্ষাৎকারে রাজেশ আরো জানিয়েছিলেন, তাঁর ছেলে তাঁকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেন।

সেখানে রাজেশের একটি ভিডিও (Video) আপলোড করেন তিনি। সেই ভিডিওটি বহু মানুষ পছন্দ করেন। তারপর অনেকেই দেখতে চান রাজেশের মুখ। দ্বিতীয় ভিডিওতে রাজেশ সবার সামনে আসেন। সেই ভিডিওটি একদিনেই সাড়ে চার লক্ষ ভিউজ অতিক্রম করে। রাজেশ জানিয়েছেন, তিনি এখন ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করেন অনায়াসে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর