টার্গেট স্মার্টফোনের বাজার দখল! কম দামে ১০ কোটি 5g স্মার্টফোন আনছে জিও

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই jio টেলিকম ইন্ডাস্ট্রিতে একাধিপত্য স্থাপন করে ফেলেছে। নিত্যনতুন অফার দিয়ে ভারতের ইন্টারনেট ব্যাবহারকারীদের মন জয় করে নিয়েছে মুকেশ অম্বানির সংস্থা। সবে শুরু হলেও jio এর খুচরো ব্যাবসা jio mart ভালোই সাড়া পাচ্ছে। এবার এই সংস্থার লক্ষ্য স্মার্ট ফোনের বাজার। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে জিও এর নতুন স্মার্ট ফোন। 4g এর পাশাপাশি যেখানে থাকবে 5g কানেক্টিভিটিও।

যদিও মোবাইলের বাজারে জিও এই প্রথম নয় এর আগেও দুটি জিও ফোন এনেছিল জিও।
জিও ফোন ১ বেশ সাড়াও ফেলেছিল। প্রথাগত ফিচার ফোনকেই স্মার্ট করে বেশ সাড়া ফেলেছিল এই ফোনটি। দামও ছিল অত্যন্ত কম। অন্যদিকে জিও ফোন দুই কোয়ারটি কিপ্যাডের সাথে এসেছিল। একই রকম হওয়া সত্ত্বেও তেমন সাড়া জাগাতে পারে নি। দাম ছিল ৩ হাজার টাকার কাছাকাছি।

   

জানা যাচ্ছে, জিও এর অন্যান্য ফোন গুলির মত এই ফোনটির দামও হবে অত্যন্ত কম। বাজার চলতি বাজেট স্মার্ট ফোনের থেকেও দাম কম হবে বলে আশা করা হচ্ছে। তবে Google এর Android অপারেটিং সিস্টেমে এই ফোনে 4g এর পাশাপাশি 5g পাওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই ১০ কোটি স্মার্ট ফোন আনতে চলেছে জিও।

জিও এর এই ফোনটি অন্যান্য ফোনের মত পকেট ফ্রেন্ডলি হলেও ফিচারের ক্ষেত্রে কোনো রকম আপোষ করতে চাইছে না জিও। ইতিমধ্যেই বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থার সাথে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, জানা যাচ্ছে, জিও ভারতে ৫জি আনার ব্যাপারেও অত্যন্ত উৎসাহী খুব শীঘ্রই ভারতে জিও এর হাত ধরে আসতে পারে ৫জি পরিষেবা।

 

 

সম্পর্কিত খবর