অন্য জিও নম্বর করে উপার্জন করুন টাকা, অভিনব অ্যাপ আনল jio

বাংলাহান্ট ডেস্কঃ আমরা অনেকেই ফোনের মাধ্যমে আত্মীয় ও বন্ধুদের রিচার্জ করে থাকি। jio তেও এই সুবিধা উপলব্ধ ছিল। MyJio অ্যাপ্লিকেশন বা Jio ওয়েবসাইট ব্যবহার করে অন্য ব্যক্তির Jio প্রিপেইড অ্যাকাউন্টগুলি রিচার্জ করা গেলেও সেখানে ছিল না কোনো অর্থনৈতিক সুবিধা। পাওয়া যেত না কমিশনও। এবার অন্যান্য জিও নম্বরে রিচার্জ করলে যাতে একটি বিশেষ পরিমান কমিশন পাওয়া যায় সেই জন্য উদ্যোগী হল জিও।

   

জিও ভারতে একটি নতুন JioPOS লাইট নামে রিচার্জ অ্যাপ্লিকেশন চালু করেছে। গুগল প্লে স্টোরে উপলভ্য এই অ্যাপ্লিকেশন এ কোনও ব্যক্তিকে Jio যুক্ত হয় অন্যান্য Jio গ্রাহকদের জন্য প্রিপেইড রিচার্জ করে অর্থ উপার্জন করতে পারে।

এই অ্যাপ্লিকেশনটিতে রেজিষ্ট্রেশন প্রক্রিয়াটিও বেশ সহজ, এবং এটির জন্য প্রয়োজন নেই কোনো নথির হার্ড কপির পাশাপাশি , এটির জন্য কোনও শারীরিক যাচাইকরণেরও দরকার নেই বলে জানাচ্ছে জিও। জানা যাচ্ছে, এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে 4.16 শতাংশ কমিশন পাওয়া যাবে।

পাশাপাশি, এবার থেকে এ টি এম -এই করা যাবে প্রিপেইড প্ল্যানের রিচার্জ। এই ক্ষেত্রে আপনার লাগবে না কোনো ওটিপি (otp), আসুন জেনে নি রিচার্জের করতে হবে কিভাবে
১. ডেবিট কার্ডটি এটিএম ( atm) এ ঢোকাতে হবে
২. রিচার্জ অপশন সিলেক্ট করুন
৩. আপনার জিও নম্বরটি লিখুন
৪. এবার এন্টার অপশনে ক্লিক করুন
৫. এ টি এম মেশিন এবং ফোনে দেখে নিন আপনার জিও এর ফোন নম্বর রিচার্জ হয়েছে কিনা

সম্পর্কিত খবর