এবার ওয়াই-ফাই কলিং আনতে চলেছে জিও

বাংলাহান্ট ডেস্কঃ  বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে।

এরকমই একটি অভিনব সুবিধা গতমাসে এনেছিল ভারতী এয়ারটেল। এয়ারটেল ঘোষণা করেছিল যে ভয়েস কলের অভিজ্ঞতা উন্নত করতে তারা দিল্লি, মুম্বই, তামিলনাড়ু, কলকাতা এবং অন্ধ্রপ্রদেশের গ্রাহকদের জন্য ওয়াই-ফাই কলিং পরিষেবাটি চালু করছে। এয়ারটেল কর্তৃপক্ষ এই পরিষেবাটির নাম দিয়েছে  “এয়ারটেল ওয়াই-ফাই কলিং’।

jio feature 1

এয়ারটেলের এই পরিষেবার মতই জিও এবার আনতে চলেছে ওয়াইফাই নেটওয়ার্কে ভয়েস কলের সুবিধা। মোটামুটি যা জানা যাচ্ছে দিল্লী সার্কেলের প্রিমিয়াম স্মার্টফোনগুলিতেই এই পরিষেবা শুরু করবে জিও। তবে খুব শীঘ্রই দেশের বড় শহর গুলিতে বাজার ধরার লক্ষ্যে এই পরিষেবা চালু করে দেবে জিও এমনটাই মত বিশেষজ্ঞ মহলে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফ্লিপকার্ট, আমাজনের মত ই কমার্স সাইট গুলিকে টেক্কা দিয়ে জিও এনেছিল জিও মার্ট। যার ট্যাগলাইন “দেশকি ন্যয়ি দুকান” অর্থাৎ  দেশের নতুন দোকান।প্ল্যাটফর্মে ৫০,০০০-এর বেশি নিত্যনৈমিত্তিক জিনিস পাওয়া যাবে। যার মধ্যে বেশীর ভাগটাই মুদিখানার জিনিস বা grocery। এই জিও মার্টে নুন্যতম অর্ডার ভ্যালু নেই। একই সাথে থাকছে বাড়িতে গিয়ে হোম ডেলিভারি ও এক্সপ্রেস ডেলিভারির  ব্যাবস্থাও। আবার আপনি যদি কোন প্রোডাক্ট ফেরত দিতে চান তাহলে আপনাকে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না বলে জানিয়েছিল জিও।

সম্পর্কিত খবর