শুধু ভারতের বাজারেই রাজত্ব Jio-র, অন্যদিকে বিশ্বের এই ১৮টি দেশে পরিষেবা দিচ্ছে Airtel

বাংলাহান্ট ডেস্ক : স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত ভাবতে পারেনা বিশ্ববাসী। আজকের সময়ে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনের প্রাইমারি নেসেসিটি হয়ে গিয়েছে স্মার্টফোন। স্মার্টফোনের সারা বিশ্ব জুড়ে জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হলো ইন্টারনেট পরিষেবা। ইন্টারনেট না থাকলে স্মার্টফোনের সাথে সাথে নিজেকেও বরং আনস্মার্টই মনে হয়।

এই ইন্টারনেট পরিষেবা সারা বিশ্ব জুড়ে বিভিন্ন সংস্থা প্রদান করে থাকে। তার মধ্যে সারা ভারতে একসময় একচেটিয়া রাজত্ব করত এই airtel। কিন্তু জিও মার্কেটে আসার পর এয়ারটেলের বাজার কিছুটা কমেছে। জানলে অবাক হবেন এই এয়ারটেল শুধু ভারতে নয় আরো ১৮ টি দেশে ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে।

সুনীল মিত্তলের এই সংস্থা এয়ারটেল , এশিয়া ও আফ্রিকার আরো ১৮ দেশে দেয় ইন্টারনেট পরিষেবা। আফ্রিকাতে এই সংস্থা প্রথম বাজার দখল করে ২০১০ সালে। আর তারপর থেকেই একটার পর একটা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের বাজার জয় করে সাম্রাজ্য বিস্তার করেই চলেছে airtel।

২০১০ সাল থেকে ২০২২ পর্যন্ত আফ্রিকার উগান্ডা , চাঁদ , গ্যাবন, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র , মাদাগাস্কার, কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া ,তানজানিয়া, রুয়ান্ডা , জাম্বিয়া , মালাউই , সেশেলোস, কেনিয়া প্রভৃতি অঞ্চলে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এয়ারটেল। শুধু আফ্রিকাতেই নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বাংলাদেশ এবং শ্রীলংকাতেও ব্যাপকভাবে ব্যবসা করছে এই ভারতীয় সংস্থা। এবং ইতিমধ্যেই সারা ভারতে প্রায় ৪৭ কোটি গ্রাহককে ইন্টারনেট পরিষেবা প্রতিনিয়ত দিয়ে চলেছে এয়ারটেল।

এমনকি জানলে অবাক হবেন, এশিয়া আফ্রিকা ইত্যাদি বড় বড় মহাদেশ গুলি ছাড়াও দীপ রাষ্ট্র চ্যানেল আইল্যান্ডে রয়েছে এয়ারটেলের পরিষেবা।ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এয়ারটেল রবি নেটওয়ার্কের সাথে শেয়ারে ব্যবসা করছে। শুধু ভারত নয়, আফ্রিকাতেও টেলিকম কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে এয়ারটেল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর