জোর টক্কর Amazon, Flipkart কে; এবার jio mart-এ মিলবে এই প্রোডাক্টগুলি

বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও (jio)। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। এবার একই ভাবে ই কমার্স বাজারেও রাজ করতে চলেছে জিও মার্ট। ইতিমধ্যেই সংস্থাটি নিত্যনতুন অফার এনে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে amazon, flipkart এর সাথে। এবার আরো কিছু নতুন প্রোডাক্ট এনে বিদেশী সংস্থাগুলিকে আরো প্রতিযোগিতার মুখে ফেলতে চলেছে জিও।

Jio mart 759 1

জানা যাচ্ছে, এবার থেকে ইলেকট্রনিক্স, ফ্যাশন, হেলথ কেয়ার , এবং ফার্মেসি প্রোডাক্ট যুক্ত হতে চলেছে জিও মার্টে। এতদিন পর্যন্ত এই প্রোডাক্টগুলি জিও মার্টে উপলব্ধ ছিল না। এবার এই প্রোডাক্ট গুলি এনে নিজেদের ই কমার্স সাইটকে আরো আকর্ষণীয় করে তুলতে চাইছে জিও।

পাশাপাশি, সাধারণ সমস্ত ধরনের জেনারেল স্টোরের সঙ্গে রিলায়েন্স জিওর এই প্ল্যাটফর্ম যুক্ত হতে চলেছে। এছাড়াও ব্যবহারকারীরা দ্রুত এবং সুরক্ষিত ডেলিভারি পেয়ে যাবেন বলেও জানিয়েছে জিও। এই মুহুর্তে একটি আকর্ষনীয় অফারও চলছে জিও মার্টে। প্রথম বার জিও মার্ট থেকে কেনাকাটা করলেই পাওয়া যাবে একটি কমপ্লিমেন্টারি কোবিড-১৯ সেফটি কিট ।

সম্প্রতি ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রযুক্তির সাথে যুক্ত করতে জিওমার্টকে হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ আম্বানি। দেশের ছোট ও মাঝারি দোকান, মুদি, স্টেশনারি দোকান, হকার, ছোট ব্যবসায়ীদের এক ছাতার তলায় আনতে জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে তৈরি হবে নতুন ই-কমার্স মডেল৷। যেখান থেকে অনলাইনেই স্থানীয় দোকান বা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার দেওয়া যাবে। দাম মেটানো যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। আর সেই অর্ডার নিয়ে বাড়ির দরজায় পৌঁছে দেবে জিওমার্ট।

জিওমার্ট আর হোয়াটসঅ্যাপের জুটিতে ছোট ব্যবসায়ীরাও ডিজিটাল কেনাবেচায় অভ্যস্ত হবেন। লকডাউন বা ভবিষ্যতে এমন সঙ্কটের পরিস্থিতি এলে অনলাইনেই গ্রাহকরা জিনিসপত্রের অর্ডার দিতে পারবেন। ডিজিটাল ব্যবসার এক নতুন দিগন্ত খুলে যাবে দেশে। ছোট ব্যবসায়ীদের রুজি রোজগারে টান পড়বে না। দ্বিতীয়ত, সুবিধা রয়েছে গ্রাহকদেরও। বাড়ি বসেই সহজে নিত্যপ্রয়োজনীয় জিনিস চলে আসবে হাতে। জিওমার্ট যেহেতু রিল্যায়ান্স জিও-র প্ল্যাটফর্ম হওয়ায় অফারও চলতে থাকবে বিভিন্ন সময়ে।

সম্পর্কিত খবর