কত হবে জিও এর নতুন স্মার্টফোনের দাম! লঞ্চ হবার আগেই ফাঁস অবাক করা তথ্য

Google এর সাথে একযোগে jio লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন। এই ফোনের স্পেশিফিকেশন সম্পর্কে তেমন কিছু এখনো জানা না গেলেও, Bloomberg  এর রিপোর্টে এই ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হয়ে পড়ল। এরই মধ্যে রয়েছে নতুন জিও ফোনের দামও।

images 2020 09 23T152358.754

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন জিও ফোনটি পুরোনো জিও ফোনেরই আপগ্রেডেট ভার্সন। তবে এই ফোন সম্ভবত আগের দুটি জিও ফোনের মত KaiOS অপারেটিং সিস্টেমে চলবে না। এই ফোনে থাকতে পারে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।

জানা গেছে,  আগামী ২ বছরে ২০ কোটি ফোন তৈরি করবে জিও। এর দাম মোটামুটি ৫৪ ডলার। ভারতীয় টাকায় এর দাম হতে পারে ৪ হাজার টাকার কাছাকাছি।

পাশাপাশি,  খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে জিও এর নতুন স্মার্ট ফোন। 4g এর পাশাপাশি যেখানে থাকবে 5g কানেক্টিভিটিও। যদিও মোবাইলের বাজারে জিও এই প্রথম নয় এর আগেও দুটি জিও ফোন এনেছিল জিও।

জিও ফোন ১ বেশ সাড়াও ফেলেছিল। প্রথাগত ফিচার ফোনকেই স্মার্ট করে বেশ সাড়া ফেলেছিল এই ফোনটি। দামও ছিল অত্যন্ত কম। অন্যদিকে জিও ফোন দুই কোয়ারটি কিপ্যাডের সাথে এসেছিল। একই রকম হওয়া সত্ত্বেও তেমন সাড়া জাগাতে পারে নি। দাম ছিল ৩ হাজার টাকার কাছাকাছি।

জানা যাচ্ছে,  জিও এর অন্যান্য ফোন গুলির মত এই ফোনটির দামও হবে অত্যন্ত কম। বাজার চলতি বাজেট স্মার্ট ফোনের থেকেও দাম কম হবে বলে আশা করা হচ্ছে।  তবে Google এর Android অপারেটিং সিস্টেমে এই ফোনে 4g এর পাশাপাশি 5g পাওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই ১০ কোটি স্মার্ট ফোন আনতে চলেছে জিও।

  জিও এর এই ফোনটি অন্যান্য ফোনের মত পকেট ফ্রেন্ডলি হলেও ফিচারের ক্ষেত্রে কোনো রকম আপোষ করতে চাইছে না জিও। ইতিমধ্যেই বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থার সাথে আলোচনা শুরু হয়ে গিয়েছে।  পাশাপাশি,  জানা যাচ্ছে, জিও ভারতে ৫জি আনার ব্যাপারেও অত্যন্ত উৎসাহী খুব শীঘ্রই ভারতে জিও এর হাত ধরে আসতে পারে ৫জি পরিষেবা।

সম্পর্কিত খবর