করোনা ভাইরাস সচেতনতা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিল Jio

বাংলাহান্ট ডেস্কঃ চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা।

এবার করোনা ভাইরাস সচেতনতা ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিল Jio । জিও তার গ্রাহকদের কলার টিউনে COVID-19 সম্পর্কিত তথ্য ও সচেতনতার বার্তা শোনা যাচ্ছে। শুধু এটিই নয়, কলারটুনে গ্রাহকদের হেল্পলাইন নম্বরের তথ্যও দেওয়া হচ্ছে, যা গ্রাহকরা যখন প্রয়োজন এবং যখন প্রয়োজন হিসাবে ব্যবহার করতে পারেন।

এই কলারেটুনে প্রথমে কাশির শব্দ হয়, তারপরে এই বার্তাটি বলা হয়, ‘করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়া বন্ধ করুন। কাশি, হাঁচি দেওয়ার সময় আপনার মুখটি রুমাল / টিস্যু দিয়ে Cover করে রাখুন। সাবান দিয়ে অবিরাম হাত ধুয়ে ফেলুন। আপনার চোখ, নাক এবং মুখ স্পর্শ করবেন না। কারও যদি কাশি, জ্বর বা শ্বাস নিতে অসুবিধা হয় তবে এ থেকে 1 মিটার দূরে রাখুন। প্রয়োজনে নিকটতম স্বাস্থ্য কেন্দ্র বা হেল্পলাইন নম্বর। 01123978046 নম্বরে যোগাযোগ করুন।’

বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর