জিও বনাম এয়ারটেল-ভোডাফোন, সব থেকে বেশি সুবিধা দিচ্ছে কে?

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে রিলায়েন্স জিও যেভাবে গ্রাহক টানতে মরিয়া হয়ে উঠেছে তাতে কিছুতেই প্রতিযোগিতায় থামতে চাইছে না এয়ারটেল৷ লাগাতার সহজ অফার দিয়ে গ্রাহক ধরে রাখতে চাইছে এয়ারটেল এবং ভোডাফোন৷ যদিও নেটওয়ার্কের স্পিড এর দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে জিও তাই এখনও অবধি জিও র গ্রাহক বেশি কিন্তু আইইউইউ সি চার্জ চালু হওয়ার পর জিও র বাজার কিছুটা হলেও শিথিল হয়েছে

222,333,444,555 টাকার নতুন প্ল্যান চালু করেছে জিও৷ যার মাধ্যমে আনলিমিটেড জিও জিও নেটওয়ার্কে কল ডেটা প্লাস এসএমএস রয়েছে কিন্তু 1000 মিনিট আইইউইউসি চার্জ দেওয়া হচ্ছে৷ তবে জিও র এই প্ল্যান্ট গুলির পাল্টা দিতে মাঠে নেমে পড়েছে ভোডাফোন ও এয়ারটেল৷

তাই এয়ারটেল এবার তাঁর প্ল্যানের মূল্য অনেকটাই কমিয়ে দিয়ে 249 টাকায় আনলিমিটেড লোকাল এসটিডি রোমিং কল ছাড়াও 2 জিবি করে আঠাশ দিনের বৈধতার প্যাকের অফার দিচ্ছে পাশাপাশি চার লক্ষ টাকা অবধি জীবন বিমা দিচ্ছে৷ অন্য দিকে আবার ভোডাফোন এয়ারটেলের থেকেও অনেক কম দামে 229 টাকায় আনলিমিটেড লোকাল ন্যাশনাল রোমিং কল ডেটা ও এসএমএসের সুবিধা দিচ্ছে৷

যদিও ভোডাফোন ও এয়ারটেলের থেকে কয়েক কদম হলেও এগিয়ে রয়েছে জিও কারণ জিও জিও নেটওয়ার্ক সম্পূর্ণ ফ্রি, 1000 মিনিট রয়েছে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা তাই অবশ্যই আপনার সুবিধে যেতে হচ্ছে সেই অনুযায়ী রিচার্জ করে ফেলুন৷

সম্পর্কিত খবর