উত্তর প্রদেশের নির্বাচনের আগে বড়সড় ঝটকা কংগ্রেসে, বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জিতিন প্রসাদ (Jitin Prasada) আজ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। রাজধানী দিল্লীতে বিজেপির সদর দফতরে একটি অনুষ্ঠানের মাধ্যমে জিতিন প্রসাদ বিজেপির সদস্যতা নেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জিতিন প্রসাদের হাতের দলের সদস্যপত্র তুলে দেন। মনমোহন সরকারে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন জিতিন প্রসাদ। ২০০১ সালে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন আর ২০০৪ সালে তিনি প্রথমবার নির্বাচনে জিতে সংসদে পৌঁছেছিলেন।

বলে দিই, এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ও জিতিন প্রসাদের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। যদিও, তখন জিতিন প্রসাদ সমস্তরকম জল্পনায় জল ঢেলে জানিয়েছিলেন যে তিনি কংরেসেই আছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতিন প্রসাদকে বাংলা কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু কংগ্রেস একুশের নির্বাচনে বাংলায় একটিও আসন পায়নি।

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে জিতিন প্রসাদের বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেসের কাছে বড়সড় ঝটকা হতে চলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর