নিজের মেয়েকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জম্মু কাশ্মীরের DGP-কে চিঠি লিখলেন শেহলা রশিদের বাবা

বাংলা হান্ট ডেস্কঃ জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) প্রাক্তন ছাত্র নেতা শেহলা রশিদের (Shehla Rashid) বাবা আবদুল রশিদ শোরা জম্মু কাশ্মীরের ডিজিপিকে চিঠি লিখে নিজের মেয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন। আবদুল রশিদ নিজের চিঠিতে দাবি করেন যে, তিনি নিজের মেয়ের থেকেই সুরক্ষিত না। ওনার প্রাণ সংশয়ের আশঙ্কা আছে।

আবদুল রশিদ শোরা জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশককে লেখে চিঠিতে নিজের মেয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন যে, শেহলা রশিদ দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত আছে।

ডিজিপিকে তিনটি পাতায় ইংরেজিতে লেখা চিঠিতে আবদুল রশিদ নিজের মেয়ে শেহলা রশিদকে দেশ বিরোধী আখ্যা দেন আর সে দেশ বিরোধী গতিবিধিতে সামিল আছে বলে জানান।

শেহলা রশিদ,Shehla Rashid,Jawaharlal Nehru University,বাংলা খবর,নিউজ,সংবাদ,Bangla News

শেহলা রশিদ,Shehla Rashid,Jawaharlal Nehru University,বাংলা খবর,নিউজ,সংবাদ,Bangla News

শেহলা রশিদ,Shehla Rashid,Jawaharlal Nehru University,বাংলা খবর,নিউজ,সংবাদ,Bangla News

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর