বিজ্ঞান শাখায় দ্বাদশ পাসদের জন্য সুখবর, চাকরি হতে পারে বিমানবাহিনীতে

ভারতীয় বায়ুসেনা ভারতীয় সামরিক বাহিনীর একটি প্রধান শাখা। এই বাহিনী ভারতের আকাশপথকে সুরক্ষিত রাখে ও যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করে। ১৯৩২ সালের ৮ সেপ্টেম্বর  ইন্ডিয়ান এয়ার ফোর্সের প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজদের যুদ্ধে সহায়তা করার জন্য। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় বায়ু বাহিনী অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছিল। ভারতের স্বাধীনতার পর এই বাহিনীটি ভারতীয় সামরিক বাহিনীর সাথে যুক্ত হয়। এই বাহিনী ভারতের হয়েও বিভিন্ন যুদ্ধে অত্যন্ত পরাক্রমের পরিচয় দিয়েছে। এই বাহিনীর হয়ে দেশ সেবা করা প্রত্যেক দেশবাসীর কাছেই অনেক গর্বের।

এই ভারতীয় বায়ু সেনা সম্প্রতি ২৫০ জন এয়ারম্যানের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন করার শেষদিন ২০ জানুয়ারি ২০২০। আবেদন করতে হবে অনলাইনে। ২০০৩ সালের ৩০ ডিসেম্বরের আগে এবং ২০০০ সালের ১৭ জানুয়ারির পরে জন্মানো যুবকরাই করতে পারবেন আবেদন। এক্ষেত্রে আবেদনকারীকে হতে হবে বিজ্ঞান শাখায় দ্বাদশ পাস ।  মাসিক বেতন ২৬,৯০০ থেকে ৩৩,১০০ টাকা।  কাজ করতে হবে সারা ভারতের বিভিন্ন অংশে।

জেনে নিন বিশদে

আবেদন করার শেষ তারিখঃ ২০ জানুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ এয়ারমেন

কর্মস্থলঃ সারা ভারত

বেতনঃ ২৬৯০০ থেকে ৩৩.১০০

শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান শাখায় দ্বাদশ পাস

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ ২৫০

নির্বাচনের পদ্ধতিঃ লিখিত ও শারিরিক সক্ষমতার পরীক্ষা

ওয়েবসাইটঃ https://indianairforce.nic.in/content/career-and-recruitments

সম্পর্কিত খবর