চাকরির খবর : মাধ্যমিক পাশ করে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে তে চাকরির সুযোগ,জেনে নিন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক পাশেই মিলবে নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরির সুযোগ। আপনি এই চাকরিতে আবেদন করতে চান তাহলে জেনে নিন বিস্তারিত।

images 2019 11 09T065602.454

বিজ্ঞপ্তি নম্বর : ০৬/২০১৯ (NWR/AA)

এই পদে আবেদনের শুরুর তারিখ ৮ ই নভেম্বর ২০১৯ এবং আবেদনের শেষের তারিখ ৮ ই ডিসেম্বর ২০১৯

অনলাইনের মাধ্যমে প্রার্থীদের চাকরির জন্য আবেদন করতে হবে।

নিয়োগকারী সংস্থা: নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে

পদের নাম : Trade Apprentice

কর্মস্থল : জয়পুর (রাজস্থান)

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী পাস হতে হবে এবং তার সঙ্গে ITI যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

জাতীয়তা : প্রার্থীকে জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে অবশ্যই ভারতীয় হতে হবে আবেদন মূল্য জেনারেল এবং অফিসের জন্য ১০০ টাকা এবং ST/SC/PWD/মহিলাদের জন্য কোনও টাকা লাাগবে না।

নির্বাচনের পদ্ধতি : Merit
যোগ্যতার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি : উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট http://rrcjaipur.in/ এর মাধ্যমে আবেদন করতে হবে।


সম্পর্কিত খবর