স্নাতক থেকে পিএইচডি, স্বপ্নের চাকরির সুযোগ আনল DRDO! মাসিক বেতনের হিসেব মাথা ঘুরিয়ে দেবে

বাংলাহান্ট ডেস্ক : আপনি আপনার গবেষণার মাধ্যমে দেশের জন্য কাজ করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসা হয়েছে ডিআরডিও’র (DRDO) পক্ষ থেকে। দেশের প্রতিরক্ষা ও বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে অনেকেরই স্বপ্ন থাকে কাজ করার। এবার সেই সুযোগই নিয়ে এল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

কাজের সুযোগ দিচ্ছে ডিআরডিও’র (DRDO)

দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়নের সাথে কাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও (DRDO)। ডিআরডিও-র অধীনস্থ সেন্টার ফর ফায়ার, এক্সপ্লোসিভ অ্যান্ড এনভায়রনমেন্ট সেফটি বা সিএফইইএস-তে একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

drdo 2

পিএইচডি সম্পন্ন করা প্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। ডিআরডিও-তে (Defence Research and Development Organisation) রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য রসায়নে পিএইচডি করা প্রার্থীরা আবেদনের যোগ্য। নিয়োগকৃত প্রার্থী প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৬৭ হাজার টাকা। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এখানে।

আরোও পড়ুন: ফ্রি-তে তিলোত্তমার জন্য লড়বেন বৃন্দা! ‘ন্যায়’ পেতে ১ টাকায় লড়েন এই আইনজীবী! চেনেন তাঁকে?

রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। এই পদের জন্য বেতন (Salary) দেওয়া হবে মাসিক ৩৭ হাজার টাকা। পাশাপাশি জুনিয়ার রিসার্চ ফেলো পদে আবেদন করতে পারবেন মেকানিক্যাল, কেমিক্যাল এবং বায়োইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করা প্রার্থীরা।

drdo 1

 

এক্ষেত্রেও বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর। এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ৩৭ হাজার টাকা। দিল্লির ডিআরডিও সদর দফতরে ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি প্রার্থী বাছাই হবে। ১৪ এবং ১৫ অক্টোবর নেওয়া হবে এই ইন্টারভিউ। ডিআরডিও-র (DRDO) অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর