দীর্ঘ কারাবাসের পর ভুবনেশ্বর জেল থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ কারাবাসের পর অবশেষে জামিন পেলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় (Sumon Chatterjee)। আজ সুপ্রিম কোর্টের এক নির্দেশে ভুবনেশ্বর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

https://www.facebook.com/kasturi.chattopadhyay/posts/3121948821221918

জানা গিয়েছে, হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ নিয়ে বর্তমানে ভুবনেশ্বরের অ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছেন সুমন চট্টোপাধ্যায়। এবং অন্যান্য বন্দীদের তুলানায় সুমন বাবুর করোনা সংক্রমনের ঝুঁকি থেকে যাচ্ছে।

তাই সুপ্রিম কোর্টের নির্দেশে সুমন চট্টোপাধ্যায়ের জন্য এই বিশেষ জামিনের ব্যবস্থা করা হয়েছে। মূলত, চিটফান্ড সংস্থা আইকোর সংক্রান্ত তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগে ২০১৮ সালে ডিসেম্বরের মাঝামাঝি সময় গ্রেপ্তার হয়েছিলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়।

সেসেময় সূত্র মারফত জানা গিয়েছিল, সুমন চট্টোপাধ্যায়ের মালিকানাধীন একদিন পত্রিকার সঙ্গে চিটফান্ড সংস্থা আইকোর যুক্ত হয়েছিল। এরপর পত্রিকাটির নাম হয়- ‘আইকোর একদিন’। অভিযোগ ছিল, সুমন চট্টোপাধ্যায় আইকোর-এর থেকে বেআইনিভাবে টাকা নিয়েছিলেন।

উল্লেখ্য, সুমন বাবুর আগে গ্রেপ্তার হওয়া আইকোর-এর মালিক অনুকুল মাইতি। তাঁকে জেরা করেই সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। তারপরই সিবিআই দপ্তরে বেশকিছু নথিপত্র জমা দেন তিনি। এবং ২০১৮ সালে ১২ ডিসেম্বর ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। দীর্ঘক্ষণ জেরার পর সুমন চট্টোপাধ্যায়ের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে বলে দাবি করা হয় এবং শেষ পর্যন্ত তাঁকে এই কারণেই গ্রেফতার করা হয়।

সুমনবাবুর জামিন পাওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন তাঁর স্ত্রী কস্তুরী চট্টোপাধ্যায়। সঙ্গে রায়ের প্রতিলিপিও পেশ করেছেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি ফালি নরিমান, বিচারপতি নবীন সিনহা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের কোরামে ভিডিয়ো কনফারেন্সিংয়ে শুনানি হয় এই মামলার।

সম্পর্কিত খবর