বাংলায় সাংবাদিক গ্রেফতার, অথচ গৌরী লঙ্কেশ কাণ্ডে গর্জে উঠেছিল রাজ্য!

 

   

অমিত সরকার:  এ যেন মুদ্রার এপিঠ। আর কখনও হচ্ছে হত্যা কখনো হচ্ছে গ্রেফতার মুখ বন্ধ হতে চলেছে সাংবাদিকতার?বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরে নিজের বাসভবনে খুন হয়েছেন ‘‌লঙ্কেশ প্রত্রিকা’-র সম্পাদক গৌরী লঙ্কেশ৷ সেই স্মৃতি এখনো ধক ধক করে জ্বলছে সাংবাদিকতার ইতিহাসে। মোটর বাইকে করে তিনজন দুষ্কৃতি সামনে থেকে গুলি করে পালায়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল ৫৫ বছর৷ কিন্তু এবার হত্যা নয় গ্রেফতারের ইতিহাস

সাপ্তাহিক ট্যাবলয়েডে সংঘ পরিবারের কট্টর সমালোচনা করতেন তিনি৷ সমস্ত ভীতিকে কে দূরে সরিয়ে উপেক্ষা করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বারবার কলম ধরেছেন৷ সাংবাদিকতা তার কাছে আসলে একটা অস্ত্রও স্বরূপ গৌরী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল বেঙ্গালুরুসহ গোটা দেশে৷ গৌরীর ছবি নিয়ে রাস্তায় নেমেছেন বহু মানুষ৷

কিন্তু এবার দিন বদলেছে গঙ্গা-যমুনা দিয়ে বহু জল বেরিয়ে গেছে। কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রদেশ কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার বাম-কংগ্রেস-বিজেপি। সাংবাদিকতা একটা স্বাধীনতার ফলক স্বরূপ। বৃহস্পতিবার সন্ধেয় আগরপাড়ায় একটি বাড়ি থেকে সন্ময়কে তুলে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের সময় সন্ময় ও তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে অনেক বুদ্ধিজীবী মহল তরফ তরফ থেকে ধিক্কার জানানো হয়েছে। এ ঘটনায় খড়দা থানায় সন্ময়ের পরিবারের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এর প্রতিবাদে খড়দা থানায় বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস। যা ঘিরে ধুন্ধুমারকাণ্ড ঘটে খড়দা থানা চত্বরে।

সম্পর্কিত খবর