‘পাল্টিবাজদের ফেরালে তৃণমূলকে সমর্থন করব না’, পুরনো স্মৃতি ফিরিয়ে দেবাংশুকে খোঁচা জয়জিতের

বাংলাহান্ট ডেস্ক: তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন। তিন বছর পর আবার ঘরের ছেলে ঘরে ফিরেছে। কথা হচ্ছে বিজেপি ত‍্যাগী অর্জুন সিংকে (Arjun Singh) নিয়ে, যে নামটা রবিবার থেকেই চর্চার এক নম্বরে। এর মাঝেই আরো একটি নাম ঢুকে পড়েছে আলোচনায়, দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি জোর গলায় দাবি করেছিলেন, ‘পাল্টিবাজ’দের দলে ফেরালে তৃণমূল ছাড়বেন তিনি। সেকথাই আবার মনে করিয়ে কটাক্ষ করলেন অভিনেতা জয়জিৎ বন্দ‍্যোপাধ‍্যায় (Joyjit Banerjee)।

সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায়ই ফুট কাটতে দেখা যায় জয়জিৎকে। সেটা মুখ‍্যমন্ত্রীর বাংলা সাহিত‍্য আকাদেমি পুরস্কার পাওয়াই হোক বা এসএসসি কেলেঙ্কারি। বুদ্ধিদীপ্ত খোঁচা মারতে ভালোই জানেন অভিনেতা। দেবাংশুও রেফাই পেলেন না তাঁর কটাক্ষ বাণ থেকে।

Debangshu Bhattacharya 2
২০১৯ সালে দেবাংশুর একটি পোস্ট খুঁড়ে বের করেছেন জয়জিৎ। অদ্ভূত ভাবে তিন বছর আগের পোস্টটিও মে মাসেরই। শুধু তারিখটাই যা ২৭ মে। সেদিন দেবাংশু লিখেছিলেন, ‘যারা পাল্টি মারছে, ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি এদের ফেরত নেওয়া হয়, সেদিন থেকে আমি আম আদমি পার্টি বাং কংগ্রেসের সমর্থন করব কিংবা অন্য কোনো সমমনভাবাপন্ন দলের পাশে দাঁড়াবো।’

জোর গলায় দেবাংশু এও বলেছিলেন, সেদিন থেকে তিনি তৃণমূলের সমর্থক আর থাকবেন না। ‘গর্বিত বেইমান’ হবেন। অর্জুন সিং ঘাসফুলে ফেরার পর থেকেই রসিক নেটনাগরিকরা দেবাংশুকে নিয়ে মেতেছেন। খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি জয়জিৎও। ক‍্যাপশনে আবার প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মুনমুন সেনের মতো করে লিখেছেন, ‘দুখ হয় দুখ’।

IMG 20220523 170609
দেবাংশুর কণ্ঠে অবশ‍্য এখন অন‍্য সুর। বিজেপি ও বাম দলকে নিশানা করে সংবাদ মাধ‍্যমের কাছে যুবনেতার উত্তর, গত এক বছর ধরে তাঁর পোস্টের স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। তাই এই দুই দলকে তিনি ১ টিবি হার্ডড্রাইভ উপহার দিতে চান।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর