বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! বাবুলের ওপর হামলা আগের থেকেই প্ল্যান করা ছিল

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র উপর হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন রাজনীতি থেকেই বিভিন্ন মহল৷ অনুষ্ঠানে প্রবেশ করা মাত্রই হঠাত্ কেন বাবুলের ওপর পড়ুয়ারা চড়াও হলেন? কেনই বা তাঁকে মারধর করা হল? গত কয়েকদিন ধরে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল কিন্তু টানা পাঁচ দিন পর প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে বাবুলের হামলা কোনও আকস্মিক ঘটনা নয় বর্ণ অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল আর তাই তো সামাজিক মাধ্যমে পোস্ট করে যাদবপুরে এবিভিপি অনুষ্ঠানেই হাজির হওয়ার জন্য বিজেপি বিরোধী ছাত্র সংগঠনগুলিকে ডাকা হয়েছিল৷

মূলত বৃহস্পতিবার দিনভর তাণ্ডবের পর বিকেলে সামাজিক মাধ্যমে একটি স্ক্রিন শট ঘোরাফেরা করছিল যেটি বুধবার রাত সাড়ে নটা নাগাদ পোস্ট করা হয়েছিল৷ সেখানেই লেখা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেপি বসু মেমোরিয়াল হলে আগামী কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য গজিয়ে ওঠা এবিভিপির একটি ফ্রেশার্স ওয়েলকাম অর্গানাইজ করেছেন, যেখানে বাবুল সুপ্রিয় অচিন্ত বিশ্বাস অগ্নিমিত্র পাল থাকবেন৷ শুধুমাত্র এই পোস্ট নয়, এর পর বিজেপি বিরোধিতা করা ছাড়া প্রয়োজন বলে মনে করছেন তাঁদের সকলকে আসার জন্য অনুরোধ করা হয়৷ এমনকি বিজেপিকে রুখে দেওয়ার জন্য সর্বতোভাবে চেষ্টা করার বার্তা দেওয়া হয়৷Sayantan Dutta 1

ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই মুছে দেওয়া হয়েছে৷ কিন্তু সেই পোস্টের স্ক্রিনশট যাঁরা তুলে রেখেছিলেন তাঁরাই আবারও সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করেছেন৷ যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য জুড়ে৷ উল্লেখ্য বৃহস্পতিবার এবিভিপির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়৷

যাদবপুর ক্যাম্পাসে পৌঁছনো মাত্রই বিক্ষোভের মুখোমুখি হন তিনি যদিও অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করে কোনও ক্রমে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু বাইরে বেরিয়ে আসতেও আবারও পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি৷ বাবুল সুপ্রিয়কে পড়ুয়াদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে এমন কী জামা ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে৷ অন্য দিকে আবার পড়ুয়ারা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া এবং মারধরে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন৷

সম্পর্কিত খবর