বিজেপিতে যোগ দিচ্ছেন বিখ্যাত অভিনেতা জুনিয়র NTR? অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ এই লোকসভা নির্বাচন। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করলন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআরকে (Junior NTR)। অমিত শাহ যে এই সাক্ষাৎ-এ বেশ আপ্লূত তা বোঝা যায় তাঁর ট্যুইটার হ্যান্ডলটি দেখলে। তিনি সেখানে এনটিআর জুনিয়র-এর উদ্দেশ্যে লিখেছেন ‘তেলেগু সিনেমার রত্ন’। শুধু তাই নয়, তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে বৈঠকের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। দেখা যাক। রবিবার রাতে জুনিয়র এনটিআর হায়দরাবাদে (Hyderabad) স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) সঙ্গে দেখা করেন। অমিত শাহ বেশ কয়েকটি ছবি টুইট করে তাতে লেখেন, ‘একজন খুব প্রতিভাবান অভিনেতা এবং হায়দরাবাদের আমাদের তেলুগু সিনেমার রত্ন জুনিয়র এনটিআরের সঙ্গে খুব ভাল সময় কাটলো।’

d948f831 ac05 488b 8dd0 b17c3037a300

ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা একটি ব্লাশ-নীল শার্ট এবং কালো প্যান্ট পরেছিলেন। অপরদিকে অমিত শাহ পরেছিলেন তার ঐতিহ্যবাহী সাদা কুর্তা পায়জামা পরেছিলেন। জানা যাচ্ছে, জুনিয়র এনটিআর-এর ভক্তরা অনুমান করেন যে নায়ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্যদের মধ্যে ‘অমিত শাহ উইথ এনটিআর’ হ্যাশট্যাগ দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।

0eb9046f bc33 4484 84e3 1a9e1e5fc1e0

প্রসঙ্গত, অমিত শাহ, তেলেঙ্গানায় তাঁর একদিনের সফরের সময়, কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন সরকারকে ‘কৃষক বিরোধী’ বলে অভিযুক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন ‘২ লক্ষ কোটি টাকারও বেশি’  সহায়তা সত্ত্বেও রাজ্যকে ঋণে ডুবিয়ে দিয়েছিল সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর তেলেঙ্গানার জনগণকে সেইসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রতিটি দলিত পরিবারকে ১০ লাখ পাঠাবেন এবং রাজ্যের প্রতিটি দলিতকে তিন একর করে জমি এবং প্রতিটি আদিবাসীকে এক একর জমি দেবেন৷ কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করেন নি।’

a15cf4a8 5eae 42c5 a0fd c4e16e28f702

অপরদিকে, এসএস রাজামৌলির আরআরআর-এর বিরাট সাফল্যের পর, জুনিয়র এনটিআর ভক্তরা তাঁকে আবার বড় পর্দায় দেখতে উৎসুক হয়ে আছেন। জানা যাচ্ছে, তিনি চলচ্চিত্র নির্মাতা প্রশান্ত নীলের সঙ্গে একটি সিনেমার সহপরিচালক হিসাবে কাজ করেছেন, যা অস্থায়ীভাবে NTR31 নামে পরিচিত। এই রকম জনপ্রিয় দক্ষিণ ভারতের অভিনেতা জুনিয়র এনটিআর-এর অমিত শাহর সঙ্গে দেখা করাটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তাহলে কি অভিনেতা লোকসভা নির্বাচনের আগেই বিজেপি যোগ দিতে চলেছেন? যদিও বিজেপির তরফ থেকে এটিকে মূলত সৌজন্য সাক্ষাৎকার বলা হলেও কানাঘুষো শোনা যাচ্ছে যথেষ্টই। জুনিয়র এনটিআর আদৌও গেরুয়া শিবিরে যোগ দেন কিনা তা সময়ই বলবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর