কাঁথিতে অভিষেকের সভার আগে বিস্ফোরণ! উড়ল তৃণমূল নেতার বাড়ির ছাদ, মৃত দুই

বাংলা হান্ট ডেস্কঃ আজ শনিবার কাঁথিতে তৃণমূলের (Trinamool Congress) বিশাল জনসভা। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি শান্তিকুঞ্জের ঠিক ১০০ মিটার দূরে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। অন্যদিকে অভিষেকের গড় ডায়মন্ড হারবারে আজ সভা করবেন বিরোধী দলনেতা (Opposition Leader)। এরই মাঝে অভিষেক সভার ঠিক তার আগের দিন রাতে শুভেন্দু এলাকায় বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর অঞ্চলের নাড়ুয়া বিড়লা গ্রাম।

হাইলাইটস

• বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টা নাগাদ।
• পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই  বিস্ফোরণ হয়।
• অভিষেকের সভাস্থল থেকে ভূপতিনগরের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার।
• ভয়াবহ বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ির ছাদ ।
• বোমা বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি সহ ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, নাড়ুয়া বিড়লা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে তৃণমূল নেতার বাড়ির ছাদ উড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , বিস্ফোরণের দরুন ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। গুরুতরভাবে জখম হয়েছেন আরও ১ জন। যদিও পুলিশ তরফে এখনও মৃত বা আহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। এদিকে বিজেপির দাবি, ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ মৃতদেহ লোপাট করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর