তিনটি ফ্ল্যাট ভেঙে বড় ফ্ল্যাট পেয়েছেন টলিউড অভিনেত্রী! ED-কে নাম প্রকাশের নির্দেশ বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) কঙ্কালসার দশা রাজ্যের। বিগত কিছুমাস ধরে একের পর এক তৃণমূলের (TMC) হেভিওয়েট বহু নেতা মন্ত্রী ধরা পড়েছে গোয়েন্দা সংস্থার হাতে। প্রথমেই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। সম্প্রতি এই মামলায় তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) গ্রেফতার করেছে ইডি (ED)। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা সংস্থার হাতে। এবার এই নিয়োগ দুর্নীতিতে এক অভিনেত্রী জড়িত রয়েছেন বলে সূত্রের খবর। কে সেই রহস্যময়ী? খোঁজ করলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলা চলাকালীন বিচারপতি এজলাসে বলেন, নিয়োগ দুর্নীতিতে কোন অভিনেত্রী জড়িত রয়েছেন? এই অভিনেত্রীকে দেখতে চাই। শুধু তাই নয়, তাঁর অভিনীত সিনেমাও দেখতে চান বিচারপতি। এর থেকেই অনেকটা পরিষ্কার হয়ে যায়, যে নিয়োগ দুর্নীতি মামলায় একজন অভিনেত্রীর যোগ থাকতে পারে। যাকে খুঁজছে খোদ আদালত।

ঠিক কি বললেন বিচারপতি? এদিন বিচারপতি বলেন, ‘‘নিয়োগ দুর্নীতির তদন্তে এক অভিনেত্রীর নাম উঠে এসেছে। আমি শুনেছি, তিনি না কি তিনটি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন। জানতে চাই, কে তিঁনি?’’ প্রসঙ্গত, আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি ইডি সূত্রে জানা গেছে, দক্ষিণ কলকাতার একটি আবাসনে তৃণমূলের এক যুব নেত্রীর জন্য তিনটি ফ্ল্যাট একসঙ্গে কিনে সেটিকে একটি বৃহৎ ফ্ল্যাটে পরিণত করা হয়েছে। আর সেই ফ্ল্যাটে যাবতীয় যা ব্যয় হয়েছে তার পুরো টাকাটাই জুগিয়েছিলেন কুন্তল। এমনটাই দাবি করে ইডি।

এই প্রসঙ্গ টেনেই এদিন বিচারপতি বলেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে কোন অভিনেত্রী জড়িত? এই অভিনেত্রীকে দেখতে চাই। তাঁর সিনেমাও দেখতে চাই।’’ এদিন সেই অভিনেত্রীর নাম জানিয়ে ইডিকে আদালতে হলফনামা জমা করার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু কে এই রহস্যময়ী? ক্রমশ্যই দানা বাঁধছে রহস্য। এ বিষয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমরা চাই, নিয়োগে যে সংগঠিত অপরাধ, লুঠ হয়েছে, তাতে বড় রুই-কাতলাদের সামনে আনুক ইডি।”

justice

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বলেন, “যত ক্ষণ না নির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তার আগে যদি আকারে ইঙ্গিতে কাউকে লক্ষ্য করে কুৎসা করা হয়, প্রচারের জন্য, নেতিবাচক ধারণার জন্য, ইচ্ছাকৃত ভাবে কুৎসা ছেড়ে দেওয়া হয়, তা নিন্দনীয়। আমি নিশ্চিত, যাঁকে ইঙ্গিত করে এই কুৎসা ছড়ান হচ্ছে, তিঁনি সব দেখছেন। যথাযোগ্য ময়ে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবেন যে তাঁর বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। “

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর