প্রথম টেস্টে নামার আগে ভারতকে রীতিমতো হুমকি দিলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ (India vs Australia 1st Test Match)। টেস্ট ম্যাচ শুরুর আগেই কার্যত বাকযুদ্ধ শুরু হয়ে গেল দুই দেশের মধ্যে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার কার্যত হুঁশিয়ারি দিলেন ভারতকে। হুমকির সুরে ল্যাঙ্গার বলেন, “এবার আমাদের দলের সিনিয়র ক্রিকেটাররা ফেরত এসেছে, আমাদের দল অনেক বেশি অভিজ্ঞ। ভারতের বিরুদ্ধে নামার জন্য তর সইছে না।”

গতবার ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলো তখন অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস তৈরি করেছিল বিরাট কোহলি। যদিও সেই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলের দুই সিনিয়র ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার দলে ছিলেন না। তারা দুজনেই বল টেম্পারিংয়ের দায়ে নির্বাসিত ছিলেন।

অনেকেই মনে করছেন গত সিরিজের কথা টেনেই এমন মন্তব্য করেছেন অজি হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। উল্লেখ্য, চোটের কারণে এবারও টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। এছাড়াও চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছে স্টিভ স্মিথ। অপরদিকে ভারতীয় দলেও রয়েছে একাধিক চোট সমস্যা। ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গিয়েছেন ভারত ওপেনার রোহিত শর্মা, নির্ভরযোগ্য বোলার ইশান্ত শর্মা। এছাড়াও প্রথম টেস্ট ম্যাচ খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ শেষ পর্যন্ত এই টেস্ট সিরিজে কোন ক্রিকেটার খেলতে পারেন সেই দিকেই নজর থাকবে সকলের।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর