টানা ন’বার সিরি-এ জিতে বিশ্বফুটবলে নজির গড়ল জুভেন্টাস।

বাংলাহান্ট ডেস্ক: সিরি আ চ্যাম্পিয়ন হল জুভেন্টাস। স্যাম্পদোরিয়াকে নিজেদের ঘরের মাঠে 2-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলল ইতালিয়ান জায়েন্টরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস এই নিয়ে পরপর টানা ন’বার ইতালিয়ান লিগ জিতে বিশ্ব ফুটবলে বিশেষ নজির গড়ল।

   

প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। তারপর দ্বিতীয়ার্ধে ফ্রেডরিকো গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করে দেন। এই মুহূর্তে ইতালিয়ান লীগে 31 গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার আগে রয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর পরেই রয়েছেন লাজিও-র ইতালিয়ান স্ট্রাইকার ইমমোবাইল।

করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরেই একের পর এক গোল করতে থাকেন রোলান্ডো। ইতিমধ্যেই করোনার পরে মাঠে নেমে দশ গোল করা হয়ে গিয়েছে রোনাল্ডোর। ইউরোপের কোন তারকার এই সময়ে এতগুলি গোল নেই। যদিও ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি নষ্ট না করলে রোনাল্ডোর গোল সংখ্যা আরও বাড়তে পারতো। জুভেন্টাসের হয়ে টানা দু’বার সিরি আ খেতাব জিতে বেশ উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর