মেয়ে ঘটিত কেসে পাগল হয়েছেন জ্যোতিপ্রিয় : অর্জুন সিং, বিজেপি সাংসদ

বাংলা হান্ট ডেস্ক : একসময় দুজনের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক ছিল কিন্তু আজ দুজনে দুই মেরুতে৷ তাই দুজনের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ ক্রমশই চলতে থাকে৷ যেহেতু দুজনই একই জেলার প্রশাসনিক দফতরে বহাল রয়েছেন তাই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সাংসদ অর্জুন সিং এর দুজনের দুজনকে কটাক্ষ প্রায়ই সংবাদ মাধ্যমের শিরোনামে আসে৷ এ বার উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই মহিলা ঘটিত কেসে জড়িয়ে থাকার অভিযোগ আনলেন অর্জুন সিংহ৷ শুধুমাত্র মহিলা ঘটিত কেসে জড়িয়ে থাকার অভিযোগ নয় জ্যোতিপ্রিয় পাগল বলেও কটাক্ষ করতে ছাড়লেন না অর্জুন সিংহ৷

মঙ্গলবার বারাসতে আদালতে এসে সংবাদমাধ্যমের সামনে সাক্ষাত্কার দিতে গিয়ে তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এক হাত নেন অর্জুন সিং৷ তিনি জানিয়েছেন এক মারোয়াড়ি ছেলে জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে হাইকোর্টে তাঁর বউকে নিয়ে পালানোর মামলা দায়ের করেছেন৷ জ্যোতিপ্রিয় মল্লিক নাকি তাঁর স্ত্রীকে নিজের কাছে রেখেছেন বারবার বড়ার সত্ত্বেও ফেরত দেননি৷ আর এই মামলা দায়ের করার পরেই নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা খারাপ হয়ে গেছে এমনটাও বলেন তিনি৷19286vDuUxJS02Xe2Kc6zYftZfZqVwU61Uw9d1171251

তবে এদিন সংবাদ মাধ্যমের সামনেই জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিঁধতে ছাড়েননি অর্জুন৷ জগদ্দলের ঘটনার প্রসঙ্গ তুলেই এ দিন অর্জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মনোজ ভার্মা এবং অজয় ঠাকুর তাঁকে খুন করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তোলেন৷ পাশাপাশি বিজেপি নেতা মুকুল রায় কেউ নাকি খুনের চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তোলেন অর্জুন৷ মুখ্যমন্ত্রীর পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ তোলেন ব্যারাকপুরের সাংসদ৷

প্রকাশ্যে ব্যারাকপুরের সাংসদের খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগের জেরে যদিও এখনও অবধি তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

সম্পর্কিত খবর