বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পেয়েও বাদ পড়তে পারেন ঋদ্ধি-রাহুল, শর্ত জারি করলো BCCI

বাংলা হান্ট ডেস্কঃ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচ। আগামী 18 ই জুন সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। দলে এসেছে একাধিক নতুন মুখ বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা।

   

চোট সারিয়ে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে কামব্যাক করেছেন মহম্মদ সামি, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজারা। এই খেলোয়াড়রা গত ইংল্যান্ড সিরিজের সময় চোটের কারণে দলের বাইরে ছিলেন। তবে চোট সারিয়ে ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে দলে ফিরলেন। তবে বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ানের মতো তারকারা। এই আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাননি শিখর ধাওয়ানের।

দলে সুযোগ পেয়েছেন কে এল রাহুল এবং ঋদ্ধিমান সাহা। তবে তাদের জন্য একটি বিশেষ শর্ত জারি করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের শর্ত অনুযায়ী তারা যদি কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারে তাহলে তাদেরকে নিয়ে যা হবে ইংল্যান্ডে না হলে তারা বাদ পড়বেন দল থেকে।
উল্লেখ্য, আইপিএল চলাকালীন পেটের যন্ত্রণার কারণে অস্ত্রোপচার করতে হয় কে এল রাহুলের। অপরদিকে আইপিএলের মধ্যেই করোনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঋদ্ধিমান সাহা। দু’জনেই এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর