নিমন্ত্রণ পেয়েও এলেন না অনুব্রত…! ৫ কেজি ওজনের রুপোর মুকুট উপহার পেলেন কাজল শেখ

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক বছর আগেও ছিল আলাদা ছবি। তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা ‘অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গড়’ বলে পরিচিত ছিল বীরভূম। বলা হয় একসময়, ‘তাঁর কথাতেই নাকি বাঘে-গরুতে জল খেত এক ঘাটে।’ একসময় এলাকায় এতটাই ছিল তাঁর প্রভাব।

অনুব্রত (Anubrata Mondal) নন ৫ কেজির মুকুট উপহার পেলেন কাজল শেখ

তবে তিহার জেল ফেরত অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) আগের সেই মেজাজ এখন আর নেই। বছর চারেক আগে নানুরের বাঁসাপাড়ার মিলন মেলায় অনুব্রত মণ্ডলের মাথায় রুপোর মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সবটাই সময়ের খেলা! তাই এখন মুকুট এক থাকলেও, সময়ের সাথে সাথে বদল হয়েছে রাজার। ২০২১ থেকে ২০২৫ মাঝে গঙ্গার দিয়ে গড়িয়েছে অনেক জল।

তবে জেল মুক্তির পর অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) স্বমহিমায় ফেরাতে কম চেষ্টা করা হয়নি। কখনও তাঁকে, ‘বীরভূমের বাঘ’ বলে  সম্বোধন করা হয়েছে আবার কখনও বা একনায়কতন্ত্রকেই কায়েম রাখার চেষ্টা করা হয়েছে।

কিন্তু যতই হোক মাঝের বছর গুলিতে ‘এক ফসলি’ জমিতে জমির তত্ত্ব ওড়ানোর চেষ্টায়, কোন্দল এসেছে প্রকাশ্যেই। যদিও এবার নতুন বছরের সাথেই বদলে গেল সেই ছবি। এবার নানুনের বাঁসাপাড়ার মিলন মেলায় কাজল শেখকে পাঁচ কেজি ওজনের রুপোর মুকুট উপহার দিল থুপসারা অঞ্চল কমিটি।

আরও পড়ুন: ‘আই হেট হিন্দু কমিউনালিজম, আই হেট…’ হঠাৎ বিস্ফোরক ফিরহাদ হাকিম

বুধবার বিকেলে নানুনের বাঁসাপাড়াতে মিলনমেলার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন জেলা সভাপতি কাজল শেখ। অনুব্রত মন্ডলের জেল হওয়ার পর থেকে এই মেলার দায়িত্ব অনুব্রত ঘনিষ্ঠ কেরিম  খানের কাছ থেকে দখল করে নিয়েছিল কাজল শেখ। তাই এতদিন পর্যন্ত এই মেলায় মধ্যমণি হিসেবে অনুব্রত মণ্ডলকে দেখা গেলেও, এদিন তাকে মেলায় দেখা যায়নি।

Anubrata Mondal

তাই প্রশ্ন উঠছে কেন এই মেলায় আসলেন না অনুব্রত মণ্ডল? সাংবাদিকদের প্রশ্নের উত্তরের কাজল শেখ অবশ্য জানিয়েছেন,’নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু তিনি কাজের জন্য ব্যস্ত। তাই  বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ শাসক নেতা অনুব্রত মণ্ডল এদিন আসতে পারেনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর