‘মমতাকে হারাতে কাফেরদের সঙ্গে হাত মেলাচ্ছে ISF’, বিস্ফোরক বয়ান দিয়ে শিরোনামের কাকলি ঘোষ দস্তিদার!

বাংলা হান্ট ডেস্ক : বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল নেত্রী। নওশাদ সিদ্দিকির (Naushad Siddique) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) বিরোধিতা করতে গিয়ে এবার ‘কাফের’ শব্দের ব্যবহার করলেন বারাসতের (Barasat) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারাতে কাফেরদের সঙ্গে হাত মেলাচ্ছে আইএসএফ। পাড়ায় পাড়ায় গিয়ে অল্পবয়সী ছেলেদের ভুল বোঝাচ্ছে তারা!

শনিবার উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাড়োয়ায় (Haroa) দলীয় সভা থেকে এই ভাষাতেই আক্রমণ করলেন নওশাদ সিদ্দিকির (Naushad Siddique) দলকে। যদিও তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আইএসএফ বলেছে, জেলার তাঁদের দলকে রীতিমতো ভয় পাচ্ছে তৃণমূল (Trinamool Congress)। আর তাই দলের নেতা নেত্রীরা এই ধরনের উলটোপালটা কথা বলছেন। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও তৃণমূলের বিরুদ্ধে কুৎসা আর অপপ্রচারের বিরুদ্ধে শনিবার প্রতিবাদ মিছিল ও সভা ছিল হাড়োয়ায়। সেখানেই উপস্থিত ছিলেন বারাসতের (Barasat) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

kakoli 2

এই সভা থেকে প্রথমে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। বলেন, ‘বিজেপি-র একের পর এক জনবিরোধী নীতির জন্য সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। বিজেপি-র ভ্রান্ত নীতির জন্য এলআইসি-র মতন কোম্পানি লোকসানের মুখে পড়ছে। আগামী দিনে সাধারণ মানুষের উপরও তার প্রভাব পড়বে।’ এরই সঙ্গে সাংসদ মুল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়েও রীতিমতো আক্রমণ করেন পদ্ম শিবিরকে।

এরপর হঠাৎই আক্রমণের তির ঘুরিয়ে দেন আইএসএফ-এর বিরুদ্ধে। তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারাতে কাফেরদের সঙ্গে হাত মেলাচ্ছে আইএসফ। সিপিএম, কংগ্রেস আর সঙ্গে আইএসএফ। আইএসফ কোন দল, কোথা থেকে এল? যার নেতা ধর্মতলায় ভাষণ দিতে গেলে বন্দুক হাতে করে লোক নিয়ে যায়। এবং তাঁকে পুলিসের হাত থেকে বাঁচাতে গিয়ে সেই আইএসএফ নেতা বন্দুকধারীকে স্টেজে তুলে নেন। কে সেই বন্দুকধারী? যে একটা ওপেন মিটিংয়ে গণতন্ত্র বিরোধী কথা বলে। আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখে একটা মিটিং করাটা আমাদের সংবিধানের বিরোধী। আইএসফ পাড়ায় পাড়ায় গিয়ে অল্পবয়সী ছেলেদের ভুল বোঝাচ্ছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর