চীনের সাথে লড়াইয়ে আমাদের সম্প্রদায় প্রাণের আহুতি দিতে তৈরি, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানালেন শিয়া ধর্মগুরু

বাংলা হান্ট ডেস্কঃ ইমাম-এ-জুম্মা তথা শিয়া ধর্মগুরু মৌলানা কলবে জাওয়াদ (Maulana Kalbe Jawad) বলেন, যুদ্ধ আমাদের সীমান্তে কড়া নাড়ছে। নিজের দেশের সীমান্তের রক্ষার জন্য ভারতের প্রতিটি নাগরিককে একটি সৈনিকের মতো তৈরি থাকতে হবে। মৌলানা কলবে জাওয়াদ করোনার সংক্রমণের এই কঠিন সময়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) চিঠি লিখে চীন আর ভারতের মধ্যে সীমান্ত নিয়ে বেড়ে চলা উত্তেজনার মাঝে পাশে থাকার বার্তা দিয়েছেন।

মৌলানা কলবে জাওয়াদ নিজের চিঠিতে সীমান্ত সুরক্ষার জন্য নেওয়া সিদ্ধান্ত গুলোকে সম্পূর্ণ ভাবে সমর্থন করার কথা বলেন। তিনি বলেন, কয়েকমাসে ভারত চীন সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে। চীন আমাদের জওয়ানদের সাথে অমানবিক ব্যবহার করেছে। আর তাঁদের দুঃসাহসের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। আর আগামী দিনে আপনার নেতৃত্বে আরও বড় কিছু করার জন্য প্রস্তুত ভারতীয় সেনা (Indian Army)।

   

উনি লেখেন, কাগরিল যুদ্ধের সময় দেশে প্রতিটি নাগরিক ভারতীয় সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। আর সেভাবেই লেহ এবং লাদাখের শিয়া মুসলিমরা ভারতের সাথে চীনের বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপে দাঁড়িয়ে থাকবে। আমাদের সম্প্রদায় ভারতের ভূমির রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দেওয়ার থেকে পিছু হটবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর