‘গত বছর যা পরানো হয়েছিল…’! তোরজোড় তুঙ্গে! এবার কত ভরি গয়নায় সাজবে কেষ্টর কালী?

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর চলতি বছর দুর্গাপুজোর আগে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দুর্গাপুজোর পর এবার কালীপুজোটাও নিজের মনের মতো করে কাটাতে পারবেন তিনি। দু’বছর পর ফের বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের কালীপুজোয় থাকবেন অনুব্রত। বিগত দু’বছর তেমন জাঁকজমক করে এই পুজো হয়নি। গয়না পরানো থেকে শুরু করে বিপুল খাওয়াদাওয়া, সবটাই কার্যত ‘মিসিং’ ছিল। তবে এবার কেষ্ট আছেন। ফলে স্বাভাবিকভাবেই এই বছর কী আয়োজন হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

  • এবার কত ভরি গয়নায় সাজবে অনুব্রতর (Anubrata Mondal) কালী?

বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কালীপুজোর (Kali Puja 2024) প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আলোকসজ্জার গেট বসানো হয়ে গিয়েছে। চলছে আলপনা আঁকার কাজ। যদিও লাভপুরের বিজয়া সম্মেলনী থেকে অনুব্রত জানিয়েছেন, এবার তৃণমূল কার্যালয়ের কালীপুজোয় থাকলেও গয়না পরানো কিংবা পুষ্পাঞ্জলির মতো কাজে অংশগ্রহণ করবেন না। তৃণমূল নেতা জানিয়েছেন, তাঁর কাকার মৃত্যুর কারণে অশৌচ চলছে। সেই জন্য এবার পুজোর কাজ থেকে দূরে থাকবেন তিনি।

এদিকে দু’বছর পর অনুব্রতর উপস্থিতিতে কালীপুজো হতে চলেছে। এই বছর মা কালীর প্রতিমাকে কত সোনার গয়না দিয়ে সাজানো হবে, সেই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ অনুব্রতর কালীপুজো হিসেবে খ্যাত বোলপুরের এই তৃণমূল (Trinamool Congress) কার্যালয়ের কালীপুজোর রাজ্যজুড়ে খ্যাতি রয়েছে। মায়ের সাজ থেকে শুরু করে পুজোর আয়োজন, সবেতেই জাঁকজমক থাকে।

আরও পড়ুনঃ কালীপুজোর দিন নয়া কর্মসূচি! জনগণের কাছে বিশেষ আর্জি কিঞ্জলের, লিখলেন…

দলীয় কর্মীদের কথায়, কালী প্রতিমার ৫৭০ ভরি সোনার গয়না রয়েছে। তবে সব গয়নায় মাকে সাজানো হবে না। বরং নামমাত্র কিছু গয়নাতেই মা কালীর প্রতিমাকে সাজিয়ে তোলা হবে বলে খবর। যদিও ঠিক কত পরিমাণ গয়না মাকে পরানো হবে সেটা কেউ স্পষ্ট করে জানাননি। অনুব্রত (Anubrata Mondal) নিজে এই প্রসঙ্গে বলেন, ‘গত বছর যা গয়না পরানো হয়েছিল, এই বছরও তাই হবে। যারা আগের বছর মাকে গয়না পরিয়েছিলেন, এই বছরও তারাই পরাবেন। তবে কী পরিমাণ গয়না পরানো হবে সেটা আমি জানি না’।

Anubrata Mondal Kali Puja

বিগত কয়েক বছরে কেষ্টর (Anubrata Mondal) কালীর গয়না লাফিয়ে লাফিয়ে বেড়েছে! ২০১৮ সালে মায়ের গয়না ছিল ১৮০ ভরি, ২০২১ সালে তা এসে দাঁড়ায় ৫৭০ ভরিতে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ‘কালীপুজোয় গত বছরগুলোর মতোই আয়োজন করা হচ্ছে। নানান জেলা থেকে মানুষজন দলীয় কার্যালয়ে আসবেন। প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর