সাংঘাতিক! অপারেশন করে কণ্ঠস্বরই বদল করে ফেলল ‘কালীঘাটের কাকু’? তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। গ্রেফতার হওয়ার পর থেকেই প্রায় তিন মাস হতে চলল হাসপাতালে ভর্তি তিনি। এদিকে তাঁর কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) নিতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু কোনওভাবেই তা আর হয়ে উঠছে না। বাধা হয়ে উঠছে কালীঘাটের কাকুর অসুস্থতা।

আর এবার কালীঘাটের কাকুর কণ্ঠ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল বিরোধীরা। তাঁর গলার স্বর পরিবর্তনের অভিযোগ করছেন সুকান্ত মজুমদার-মহম্মদ সেলিমরা (Sukanta Majumdar Md. Selim)।

   

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘খবর এসেছে কালীঘাটের কাকুর ভোকাল কর্ডে কোনও একটা অপারেশন করে গলার স্বর পরিবর্তন করার চেষ্টা চলছে। সেই কারণে এসএসকেএম-এ ভর্তি করে রাখা হয়েছে।’ অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই প্রসঙ্গে বলেন, ‘এসএসকেএম হাসপাতালের বিশেষ ব্যবস্থা নিয়ে চিকিৎসার নাম করে তাঁর গলার স্বর পাল্টানো হচ্ছে।’

kalighater kaku

বিরোধীরা যা অভিযোগ করেছেন তা নিঃসন্দেহে সাংঘাতিক! কিন্তু ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর স্বরপরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল তদন্তের জন্য দরকার। এদিকে বারবার তা সংগ্রহ করতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) যাচ্ছেন তদন্তকারীরা। কারণ ইতিমধ্যেই একটি অডিও টেপ প্রকাশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেই ইডি দাবি করেছে, সুজয়কৃষ্ণ গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন। আর এর সত্যতা যাচাই করার জন্যই তাঁর গলার স্বর পরীক্ষা করে দেখতে চান তদন্তকারীরা। এদিকে এসএসকেএম হাসপাতালের এমএসভিপি বলেন, ভয়েস চেঞ্জের কোনও তথ্য আমাদের কাছে নেই। ভয়েস চেঞ্জ করে দেওয়া যায় নাকি?’

Avatar
Monojit

সম্পর্কিত খবর