তামিলের সঙ্গে হিন্দিকে ডায়াপারের বাচ্চা বলে তুলনা কমল হাসানের

বাংলা হান্ট ডেস্ক : হিন্দিকে রাষ্ট্রীয় ভাষার সম্মান দেওয়া হয়েছে৷ পাঠ্য বইতেও হিন্দি একটি আলাদা বিষয় হিসেবে পড়ানো হয় পড়ুয়াদের৷ তবে এ বার হিন্দি ভাষাকে তামিল ও সংস্কৃত ভাষার সঙ্গে তুলনা করে হিন্দিকে ডায়াপারে ছোট্ট শিশু বলে সম্বোধন করলেন মাক্কাল নিথি মারিয়াম এর প্রধান তথা অভিনেতা কমল হাসান৷

ভাষা নিয়ে রাজনীতি এই শীর্ষক আলোচনায় উপস্থিত হয়ে মঙ্গলবার চেন্নাইয়ের লোয়োলা কলেজ থেকে এক ছাত্রীর প্রশ্নের জবাব দিতে গিয়ে কমল হাসান হিন্দি ভাষাকে ভাষা পরিবারের মধ্যে সব থেকে ছোট বলেই জানান পাশাপাশি হিন্দি ভাষার প্রতি সকলকে যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি৷ তামিল ও তেলেগু এবং সংস্কৃত ভাষার প্রসঙ্গ টেনে হিন্দিকে কনিষ্ঠতম ভাষার সঙ্গে তুলনা করেন তিনি৷

   

তবে হিন্দিকে ছোট ভাষা বলে সম্বোধন করেও তিনি হিন্দি ভাষণের উপহাস করছেন না এমনটাও বলেন পাশাপাশি হিন্দির প্রতি তাঁরা দয়া ছিল এবং এটি কখনোই আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেছেন কমল হাসান৷ ভাষা নিয়ে বরাবরই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন কমল হাসান

সে সময় হিন্দি ভাষাকে বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল সেই সময়েও ঠিক একই ভাবে সরব হতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা কমল হাসানকে৷ তবে কমল হাসানের এই হিন্দি ভাষাকে খাটো করে দেখা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন৷

সম্পর্কিত খবর